Iklan

header ads

যেকোন সময়ের তুলনায় বাংলাদেশে ব্যবসা পরিস্তিতি বর্তমানে যেমন চলছে

 এই পৃথিবীর সবচেয়ে জঘন্য ব্যবসা করার পরিবেশ আমাদের মত দেশগুলিতে৷ বিশ্বজুড়ে নতুন ব্যবসা করার মানদন্ডে বিচার করে rank করলে বাংলাদেশ বিগত বছর গুলিতে ২০০ টি দেশের মধ্যে সব সময় শেষের দিকে থাকে, যেমন ১৭৬, ১৬৮, ১৭৭ তম স্থান গুলি আমাদের৷

বাংলাদেশে ব্যবসা


আইটি সেক্টরে অফিসিয়ালি ব্যবসার বয়স ১০ বছর পার হয়ে ১১ বছরে পদার্পণ করছি৷ অন্তত এই সেক্টর নিয়ে তো বাস্তব কিছু অভিজ্ঞতা হলো বলা যায়৷
যখন লাখো কোটি বেকার তরুন, যুবক, ক্লিক করেই ঘরে বসে ডলার, টাকা কামানোর হৈ চৈ শুরু করলো তখন আমাদের জেনুইন কর্ম, খেটে খাওয়া ব্যবসা গুলি এদেশের মানুষ বুঝেনি৷ সবাই ভাবতো আইটি বা কম্পিউটার চালিয়ে যে কোনভাবে টাকা বা ডলার কামানো মানেই ক্লিক (আদতে পিটিসি) জাতীয় কিছু৷ যখন ডুল্যান্সার, ফুল্যান্সার গুলি সব মারিং কাটিং করে উধাও হলো, তখনো সেই কাদা আমাদের মত সকল আইটি এনাবল্ড সার্ভিস প্রোভাইডারের গায়ে কম বেশি সামাজিকভাবে লাগে৷ কয়জনকে বুঝিয়ে বলার সময় পাবেন যেঃ হুদাই ক্লিক করা আর ওয়েবসাইট, সফটওয়্যার তৈরি করা ভিন্নকাজ৷ বিশেষ করে আমার মত তৃণমূল পর্যায়ে যারা তাদের জটিল সামাজিক পরিবেশে থাকতে হয়৷
মানুষের কাছে ইকমার্স তো সবি ইকমার্স৷ সেকালের সেলবাজার থেকে আজকের ডিল, দারাজ, পিকাবু বা অন্যগুলিতে মোবাইল কিনে মোবাইলের বক্সে ইটের খন্ড ডেলিভারি করার মত অসংখ্য ইকমার্স ওয়েবসাইটের শত শত হাজার হাজার মন্দ রিভিউ রয়েছে৷

তাছাড়া বর্তমান সময়ের ঘটনাগুলো আমরা সবাই জানি। ইভ্যালীসহ জনপ্রিয় অসংখ্য প্রতিষ্ঠানের দুর্নীতি সম্পর্কে আমরা সবাই জানি। পার্শ্ববর্তী দেশগুলো যেখানে ভেলিভারী সার্ভিস ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করছে সেখানে আমরা কোন ইকমার্স ব্যবসাকেই স্ট্যাবল করতে পারি নি।
কিন্তু সরকারি পানিশমেন্ট? সম্ভবত নাই৷ আজ ইভ্যালির মাথায় যে বাড়ি দেয়া হলো তার ধাক্কা পুরো ইকমার্সের মত মাত্র গজানো ইন্ডাস্ট্রিকেই নাড়াতে পারে সেই ক্লিক স্ক্যামিংয়ের মত সাময়িকভাবে৷ বাটপারির ভয়ে আমি নিজে যেমন কিনিনা, আরো অনেকেই অনলাইনে কিনতে পুনরায় ভাববে৷ কারন একটা বড় ইকমার্স কোম্পানিকে সরকার ধরেছে৷ কে সে, ইভ্যালি না ইখেলি এত যাচাই করার সময় সবার থাকবেনা৷
বিনা মেঘে বজ্রপাত না করে পদ্ধতিগত, বহু ধাপে ছোট ছোট পরামর্শ, সতর্কতা দিয়ে আইটি ও ইকমার্স সেক্টরকে নার্সিং করতে হবে৷ অপরাধ প্রমাণ হলেও শাস্তির মাত্রা কয়েক স্তরে ক্রমে বৃদ্ধি করতে হবে৷ হুট করে ঢাকঢোল পিটিয়ে ব্র্যান্ড ভ্যালু গুড়িয়ে দেয়া রাষ্ট্রীয় ব্যবসা বান্ধব নীতি হতে পারেনা৷ বৈদেশিক বিনিয়োগ আনতে ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে হবে৷ rank এ যেন আমরা ১০০ এর মধ্যে আসতে পারি, বিনিয়োগকারীদের নিরাপত্তা থাকে৷