কুলাউড়া উপজেলার কাদিপুরে নির্বাচনী হামলায় নৌকা প্রার্থী জাফর আহমদ গিলমানের ভাতিজাসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নৌকা প্রার্থীর জ্যেষ্ঠ ভ্রাতা কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সফি আহমেদ সলমান এর ছোট ছেলে নাবিলসহ বিলাশ ও পলকসহ ৪ জন গুরুতর আহত হন।
এ ঘটনায় কুলাউড়া থানা পুলিশ কাদিপুরের আলিম উদ্দিন ও কাকিচারের নিজাম উদ্দিনসহ ২ জনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করেছে।
জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১ ঘটিকার সময় কাদিপুরের কাকিচার থেকে নৌকার কর্মীসভা শেষে রাতে বাসায় ফেরার পথে কাদিরপুর স্কুলের সম্মুখে নাবিলসহ ৪ জন সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অস্ত্র রামদা, জিআই পাইপ চাকুসহ অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন। খবর পেয়ে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমেদ সলমান ও নৌকা প্রার্থী জাফর আহমদ গিলমানসহ তাদের সমর্থকরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
তারা কাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সালামের নেতৃত্বে তার পালিত সন্ত্রাসীরা এ ঘটনা সংঘটিত করেছে বলে জানান।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, এ ব্যাপারে নৌকা প্রার্থী জাফর আহমদ গিলমান বাদী হয়ে বুধবার কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আলিম উদ্দিন ও নিজাম উদ্দিন নামে ২ জনকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করেছে ও অপর আসামিদের গ্রেপ্তারে জোর পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।