Iklan

header ads

সামগ্রিক উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন

১২নং পৃথিমপাশা


  ১২নং পৃথিমপাশা ইউনিয়নের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতিক বিজয়ী করতে আহব্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মন্নাফ।

তিনি জনগনকে বিগত দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে ফেইসবুক পেইজে বলেন, মনে রাখবেন বিগত নির্বাচনে আওয়ামীলীগ ব্যাতিত যারা জয় লাভ করেছিলো, তারা জনগনকে বলতো আমাদের সরকার ক্ষমতায় নেই, এই জন্য আমরা বরাদ্দ পাই না। সকল বরাদ্দ আওয়ামী চেয়ারম্যানদের দেওয়া হচ্ছে, আমাদের খুব অল্প দিচ্ছে। কাজেই গত বারের মত এবার এই ভূল কেউ করবেন না। সামগ্রিক উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন।

তিনি আরও বলেন, আবেগী না হয়ে বিবেকবান হওয়ার চেষ্টা করুন, নৌকা মার্কায় ভোট দিন। শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন । ২৮ তারিখ সারা দিন নৌকা মার্কায় ভোট দিন।

নৌকা মার্কা


রাজনীতিক জীবনে তিনি শুরু থেকেই আওয়ামীলীগ করে আসছেন। দীর্ঘ ৩০ বছর ইউপি সদস্য ছিলেন। মানুষের সেবায় দিন রাত কাজ করেছেন। দল মত নির্বিশেষে সবাই একমত যে, রাতদিন যখন যার প্রয়োজন , যে কাজে যখন কেউ ডেকেছে তিনি মানুষের পাশে দাড়িয়েছেন। এবারের রাজনীতিতে চারদিকে টাকা আর অরাজনীতির ছড়াছড়ি তাই সাধারণ মানুষ আবেগী না হয়ে একজন প্রকৃত সেবক নির্বাচন করবেন আগামী ৫ বছরের জন্য এমনটাই সবার আশা।

সাধারণ মানুষের সাথে আলাপকালে জানা যায়, নৌকা প্রতীকের ভোট নিরবে কাজ করছে। এবারের নৌকা প্রতীক ভদ্র ও সৎ মানুষেরা সমর্থন জানিয়েছেন। নৌকা প্রতীকের বিশাল ভোট ব্যাংক রয়েছে। দীর্ঘদিন তিনি মানুষের সেবায় কাজ করেছেন। এবারের নৌকার মাঝি একজন সৎ ও যোগ্য প্রার্থী। জনগন আবেগী না হয়ে ২৮ তারিখ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করবেন এমনটাই সাধারণ মানুষের বক্তব্য।