Iklan

header ads

যখন মন চায় তখন স্বাস্থ্যকর্মী আসেন

 আজ সকাল ১১.৫০ মিনিট অবদি ১২নং পৃথিমপাশা ইউনিয়ন এর রাজনগর কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। এসময় ক্লিনিকে কোন দ্বায়িত্ত্বশীল কর্মকর্তা ছিলেন না। সরকারী প্রতিষ্ঠান হওয়ায় এভাবেই অবহেলায় চলছে প্রতিষ্ঠানটি। একজন সেবা গ্রহিতা সকল ১১.৫০ মিনিট টা পর্যন্ত ক্লিনিট বন্ধ পেয়ে ফেইসবুকে ক্ষুভের কথা জানান। 

রাজনগর কমিউনিটি ক্লিনিক

এই সময়ে স্থানীয় ২জন মোরব্বি জানান, স্বাস্থ্য কর্মী কখন আসবেন তা নিশ্চিতভাবে বলা সম্ভব না। যখন তাদের মন চায় তখন তারা ক্লিনিকে আসেন। তারা তাদের ইচ্ছে মত কাজ করেন। এই বিষয়ে দ্বায়িত্ত্বশীল ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হল।