Iklan

header ads

সত্যিই কি অনলাইনে আয় করা সম্ভব? কি জানতে হবে? কিভাবে শুরু করতে হবে?

অনলাইনে আউটসোর্সিং বা অনলাইনে আয় বিষয়ক অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে নিশ্চয়। প্রতিদিন অনেক প্রশ্নের সম্মুখিন হতে হয় আমাকে। বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করার কথা ভাবছেন তারা সিনিয়র ফ্রিল্যান্সারদের কাছে অনেক কিছুই জানতে চান। আজকে সেসব বিষয়ে কথা বলব। এই নিউজটি পড়ার পর আপনাদের মনের সকল প্রশ্ন দূর হয়ে যাবে আশা করছি।

অনলাইনে আয়


হ্যা অনলাইনে সত্যিই আয় করা সম্ভব। অনলাইন আয় করতে হলে কমপক্ষে একটি কাজে বিশেষভাবে দক্ষ হতে হবে। যত বেশী কাজ জানবেন কাজ পাওয়ার সম্ভাবনা ততই বাড়বে। যেহেতু প্রতিদিন অনলাইনে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে তাই এখন কাজ পেতে হলে আগের থেকে অধিক স্টাগল করতে হচ্ছে। অনলাইনে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ায় যেমন কম্পিটিশন বেড়েছে তেমনী কাজও বেড়েছে। তাই দক্ষতা ছাড়া কাজ পাওয়া সম্ভব নয়। 

অনলাইনে কাজ করতে হলে কি জানতে হবে সেটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। কি জানতে হবে না ? প্রফেশনালী কাজের জন্য আসলে অনেক বেশী জানতে হবে। নিচে কিছু মার্কেটপ্লেস এর লিংক দেয়া হল, সেগুলোতে ভিজিট করলে অনলাইনে কি কি কাজ করা হয় সে সম্পর্কে ধারনা পাবেন।

১। Fourerr : এই মার্কেটপ্লেসে ৪-২০০ ডলারের কাজ সাবমিট করতে পারবেন। ছোট ছোট বাজেটের প্রজেক্ট হলে এই মার্কেটে আমরা অনেক কাজ পেয়েছি যা বেশ বড় বাজেটের।

২। SEOclerk: এসইও ক্লার্ক তাদের ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। আপনার প্রফাইল লেভেল বাড়াতে পারলে ১ ডলার থেকে ১ হাজার ডলারের কাজ সাবমিট করতে পারবেন। ছোট ছোট প্রজেক্টের কাজের জন্য এই মার্কেটপ্লেসটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

৩। PPH: আওয়ারলী কাজের জন্য জনপ্রিয় এই মার্কেটপ্লেসেও প্রচুর কাজ পাওয়া যাবে।

৪। Fiver: ৫ ডলারের কাজের জন্য জনপ্রিয় এই মার্কেটপ্লেসে প্রচুর কাজ রয়েছে। এই মার্কেটপ্লেসে প্রতিদিন অসংখ্য বায়ার আসে তাদের কাজ নিয়ে। প্রফেশনাল কাজের জন্য এই মার্কেটপ্লেসটি হতে পারে অন্যতম একটি আর্নিং সোর্স।

৫। AnyTask: মাইক্রোফিল্যান্সিং এর জন্য জনপ্রিয় এই মার্কেটপ্লেসটিতে কাজের অভিজ্ঞতা আপনাকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পূর্ণতা এনে দেবে। এই মার্কেটপ্লেসটিতে কোন প্রকার স্ক্যামিং প্রজেক্ট সাবমিট করা যাবে না। বায়ারদের জন্য তাই এই মার্কেটপ্লেস খুবই জনপ্রিয়।

৬। Freelancer: ফ্রিল্যান্সার ডট কম প্রফেশনাল ফ্রিল্যান্সিং -এর জন্য অন্যতম একটি মার্কেটপ্লেস। বায়ারদের প্রজেক্টে বিড করার মাধ্যমে কাজ সংগ্রহ করতে হয়।

৭। Upwork: বিশ্বের নাম্বার এক ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হিসেবে আপওয়ার্ক সুনাম অর্জন করেছে। দক্ষ ও প্রফেশনালদের জন্য আপওয়ার্ক প্রথম পছন্দ। বিশ্বের সেরা সেরা ফ্রিল্যান্সার ও বায়ারদের এই মার্কেটপ্লেসে পাওয়া যাবে।

৮। Upclerks: মাইক্রোফ্রিল্যার্ন্সিং কাজের জন্য এই মার্কেটপ্লেস ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। ১ সেন্ট থেকে শুরু করে ১০ ডলারের কাজগুলো এই মার্কেটপ্লেসে পাওয়া যাবে।