Iklan

header ads

মেম্বার হয়ে গরীবের হক খেলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে ফেলেন

আসন্ন ইউপি নির্বাচনে কর্মধা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মো আকবর আলী নির্বানী প্রচারণায় ওয়াদা করে বলেন, এই বয়সে তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন সাধারণ মানুষের হক ঘরে ঘরে পৌছে দিতে। এসময় তিনি বলেন, "মেম্বার হয়ে গরীবের হক খেলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে ফেলেন"।  

তালা মার্কা

৬নং ওয়ার্ডে যেসব বয়স্ক গরীব ভাতা পাচ্ছেন না তাদের ভাতা পাবার ব্যবস্থা করবেন। সরকার থেকে যে অর্থ গরীবের জন্য আসবে তার ১টি টাকা তিনি নিজের জন্য স্পর্শ করবেন না। 

সাধারণ মানুষের সাথে আলাপ করে জানা যায়, ৬নং ওয়ার্ডে আরও ৩জন প্রার্থী থাকলেও জনাব আকবর আলী বয়স্ক এবং সম্মানী ব্যক্তিত্ত্ব। উনার মত প্রার্থীকে সাধারণ মানুষ নির্বাচিত হিসেবে দেখতে চায়।