Iklan

header ads

নির্বাচন নিয়ে এ কি বললেন কর্মধা ইউপি সাধারণ সম্পাদক

 

আপ্তাব আলী

নির্বাচন বিষয়ে আলাপে কুলাউড়ানিউজ.কম কে দেয়া এক সাক্ষাৎকারে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আপ্তাব আলী বলেন, দল মত নির্বিশেষে সবাই নৌকা প্রতীক নিয়ে কাজ করুন। মনে রাখবেন, উন্নয়ন পেতে হলে সরকার দলকে বিজয়ী করতে হবে। সরকার দল যদি স্থানীয় নির্বাচনে জয়লাভ করে তবে উন্নয়ন অটোমেটিক্যালী দেশের উন্নয়নের ধারাবাহিকতায় তা বজায় থাকবে। অতীতে যে সব ইউনিয়নে সরকার দল ছাড়া অন্য স্বতন্ত্র দল জয় লাভ করেছে সেসব ইউনিয়নের সাথে তুলনা করলে কিংবা গত ৫ বছরের আগে কর্মধা ইউনিয়নের উন্নয়নের সাথে বর্তমান উন্নয়ন তুলনা করলে যে কেউ এটা নিশ্চিতভাবে বলবেন যে, উন্নয়নের জন্য সরকার দলকে বিজয়ী করা ছাড়া আর কোন উপায় নেই।

জনাব আতিকুর রহমানের বিরুদ্ধে এত এত অভিযোগ থাকার পরও কর্মধায় উন্নয়ন হয়েছে বিগত যেকোন সময়ের তুলনায়, দল মত নির্বিশেষে সর্বস্থরের মানুষ এই উন্নয়নকে স্বীকারও করেন। সত্যি কথা হচ্ছে, যে কাজ করে তার সমালোচনা হয়। এটাই স্বাভাবিক। এক শ্রেণীর মানুষ সব যুগেই ছিল যাদের কাজই হচ্ছে শুধু অন্যের সমালোচনা করা। মনে রাখাবনে , যে সমালোচনা করে সে পিছিয়ে যায়। আর সমালোচিত হয় সে এগিয়ে যায়। তাই আমি ও আমার দল সব সময় বিরুধীদের দ্বারা সমালোচিত হয়েছি বার বা্র। আমার ৫৩ বছরের রাজনীতির ইতিহাস পর্যালোচনা করে দেখুন। যখনই আমার কাজের জন্য সমালোচিত হয়েছি তখনই আল্লাহ আমাকে কোন না কোন দিকে সম্মানিত করেছেন।

আপনারা জানেন, এই নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগ আমাকে সমর্থন দিয়েছিল কিন্তু দলের হাই কমান্ডকে সম্মান জানিয়ে আমি নৌকা প্রতীক নিয়ে কাজ করছি। আমার এই নৌকার প্রতি সমর্থনে যাদের জন্য কাল হয়ে দাড়িয়েছে তারাই সমালোচনা করছেন। এতদিন তারা কোথায় ছিলেন? এতদিন কেন কথা বললেন না। সব কিছু কর্মধা ইউনিয়নের সাধারণ জনগন বুঝেন ও জানেন। 

খাসিশা সম্প্রদায়ের সাথে আতিকুর রহমানের বিরুধ বিয়য়ে আলোকপাত করা হলে তিনি বলেন, খাশিয়া সম্প্রদায় নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিয়ে তারা যদি প্রমাণ করেন যে , তারা আওয়ামীলীগের প্রতি একাত্ত্ব আছেন তবে কর্মধা ইউপি আওয়ামীলীগ তাদের সাথে নির্বাচন পরে বসবে এবং তাদের সুখ দুখ শুনবে। আর তারা যদি সেটা প্রমাণ করতে না পারেন তবে তাদের সুখ দুখ আমরা কি জন্য শুনব? তাই খাশিয়া সম্প্রদায়ের প্রতি আমার আবারও অনুরোধ , আপনারা ২৮ তারিখ নির্বাচনে প্রমাণ করুন আপনারা নৌকায় ভোট দিয়েছেন। আপনারা যদি নৌকার হয়ে কাজ করেন তকে আমরাও আপনাদের পাশে থাকব।

কর্মধা ইউনিয়নে শ্রমিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষন করে এই সময়ে জনাব আপ্তাব আলী বনেল, কর্মধা ইউনিয়নে বিশাল একটি ভোট ব্যাংক রয়েছে আমাদের শ্রমিক ভাইদের। আপনারা আমার দিকে তাকান। আতিকুর রহমান আমার প্রতিদন্ধী ছিলেন তারপরও আমি উনার হয়ে কাজ করছি। এটাই হচ্ছে দল। দল সব সময় ব্যক্তি থেকে বড়। আপনারাও দলের স্বীদ্ধান্তকে একমত জানান। দলের প্রতি আনুগত্য প্রকাশ করার এখনই সময়। দল যে স্বীদ্ধান্ত দিয়েছে তা আপনাদের বা আমাদের নিজেদের মতের সাথে সব সময় এক নাও হতে পারে। দলের স্বার্থে সবার কাছে হাতজোড় করে ভোট চাচ্ছি। মনে রাখবেন দল যদি লাঞ্চিত হয় তবে আমরাও লাঞ্চিত হলাম। তাই দলকে আমাদের নিজেদের স্বার্থের বাইরে রেখে কাজ করব। আমি জানি, আপনারা সবাই ইতিমধ্যে নৌকার হয়ে কাজ শুরু করেছেন। আগামীকালকের নির্বাচনে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই। আমি সব সময় বলি, নৌকা হচ্ছে আমাদের শ্রমিক ভাইদের। দেশে নৌকা এখনও সরকার দলে আছে তা শুধু আপনাদের স্বমর্থনের জন্যই হচ্ছে।

সকলের কাছে আবার নৌকা মার্কায় ভোট চেয়ে তিনি বলেন, আগামীকাল ২৮ তারিখে ইনশাল্লাহ নৌকা জয়লাভ করবে। আপনারা সবাই নৌকার মানুষ। ইনশাল্লাহ দিন মজুর , শ্রমিক ভাইদের জয় হবে। আল্লাহ সব সময় দুর্বলের সাথে থাকেন আর নৌকা সব সময় দুবর্লের জন্য কাজ করে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

কুলাউড়ানিউজ.কম এর স্থানীয় প্রতিনিধি
ওবায়দুল হক (০১৭১৮-০২৩৭৫৯)