Iklan

header ads

কোন ইউনিয়নে কোন প্রার্থী জয় লাভ করবেন ভোটারদের জরিপ কি বলে?

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কুলাউড়ানিউজ.কম এক জরিপ পরিচালনা করে। কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান কে হতে পারেন সেই উদ্দেশ্যে পরিচালিত জরিপে যেসব চেয়ারম্যানের নাম উঠে আসে তা নিচে তুলে ধরা হল। পুনরায় অবগতি করা হচ্ছে যে, এই ফলাফল কেবল একটি জরিপের মাধ্যমে নির্ণয় করা হয়েছে।  ২৮ তারিখের ভোটের ফলাফলের সাথে এই জরিপের অমিল হওয়াটাই স্বাভাবিক।

ভোটের জরিপ

বরমচাল ইউনিয়ন - ১
১) খোরশেদ আহমদ খান সুইট - চশমা
২) আব্দুল হোসেন খছরু - নৌকা

ভূকশিমইল ইউনিয়ন - ২
১) মঈনুল ইসলাম সোহাগ - নৌকা
২) আজিজুর রহমান মনির - আনারস

ভাটেরা ইউনিয়ন - ৩
১) জুবায়ের আহমদ সিদ্দিকী সেলিম - নৌকা
২) সৈয়দ একেএম নজরুল ইসলাম

জয়চন্ডী ইউনিয়ন - ৪
১) কমর উদ্দিন কমরু - আনারস
২) আব্দুর রব মাহবুব - নৌকা

ব্রাহ্মণবাজার ইউনিয়ন - ৫
১) মো. মমদুদ হোসেন - নৌকা
২) খান ময়নুল হোসেন - আনারস

কাদিপুর ইউনিয়ন - ৬
১) জাফর আহমদ গিলমান - নৌকা
২) হাবিবুর রহমান ছালাম - মটরসাইকেল

কুলাউড়া সদর ইউনিয়ন - ৭
১) মোছাদ্দিক আহমদ নোমান - নৌকা
২) নার্গিস আক্তার বুবলী - আনারস

রাৎগাঁও ইউনিয়ন - ৮ 
১) আব্দুল জলিল জামাল - আনারস
২) আকবর আলী সোহাগ - নৌকা

টিলাগাঁও ইউনিয়ন - ৯
১) আব্দুল মালিক - আনারস
২) মো. আব্দুল মালিক - নৌকা

হাজীপুর ইউনিয়ন - ১০
১)  আব্দুল বাছিত বাচ্চু - ঘোড়া
২) মা. ওয়াদুদ বক্স - নৌকা

শরীফপুর ইউনিয়ন - ১১
১) জনাব আলী - আনারস
২) মো. চিনু মিয়া - নৌকা

পৃথিমপাশা ইউনিয়ন - ১২
১) মো. আব্দুল মন্নাফ -নৌকা
২) জিমিউর রহমান চৌধুরী ফুল - অটোরিক্সা

কর্মধা ইউনিয়ন ১৩
১) এম এ রহমান আতিক - নৌকা 
২) মুহিবুল ইসলাম আজাদ - চশমা

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা জয়লাভ করার সম্ভাবনা দেখা যাচ্ছে।