১৩ নং কর্মধা ইউপি -এর নির্বাচন আজ সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। মনসুর পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন কালে জানা যায়, ৬নং ওয়ার্ডের ভোটাররা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন। এ সময় ভোটারদের লাম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে দেখা যায়। কেউ কেউ অভিযোগ করেন, ভোট গ্রহণ ধীর গতিতে হচ্ছে।
প্রার্থীদের এই সময়ে ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়। মেম্বার পদপ্রার্থী তালা মার্কা, মোরগ মার্কা, টিবওয়েল মার্কা, ফুটবল মার্কার প্রার্থীগন ভোট কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায়। সকাল ১২টা নাগাদ প্রায় ১ হাজার ভোট গ্রহণ সম্পন্ন হয়। এসময় প্রচুর ভোটার বাইরে লাম্বা লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়।
কোন চেয়ারম্যান প্রার্থীকে এই সময় ভোট কেন্দ্র দেখা না গেলেও প্রার্থীদের এজেন্টদের সক্রিয় অবস্থানে ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান করতে দেখা যায়। দুপুর ১২ টা পর্যন্ত মোট ভোটের প্রায় অর্ধেক ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই বছর সর্বাধিক ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়।