১২ নং পৃথিমপাশা ইউপিতে ৫ বারের ইউপি সদস্য। দীর্ঘ রাজনীতিক জীবনে এমন রাজনীতিবিদ কুলাউড়ার ইতিহাসে বিরল। ৩০ বছরের অধিক সময় ধরে যিনি রাজনীতি করেছেন অথচ তার উপর কোন দুর্নীতির আচড় নেই। কোথাও কোন অভিযোগ নেই। নিরবে দিন রাত যিনি শুধু মানুষর কল্যাণে কাজ করেছেন। এবারের ইউপি নির্বাচনে ১২নং পৃথিমপাশা ইউপিতে তিনি সরকার দলের উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় নির্বাচন করছেন। তিনি হলেন মো. আব্দুল মন্নাফ। সুখে দুংখে দিন রাত যেকোন প্রয়োজনে মানুষ যাকে সত্যিকার অর্থেই কাছে পেয়েছে।
দেশের উন্নয়নের সাথে পৃথিমপাশার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন , জনগনের টাকার আমানতের ১টি টাকাও খেয়ানত করবেন না। মাইকিং করে বাজেটে তুলে ধরবেন এবং প্রকৃত গরীবদের মাঝে সরকারের অনুদান ঘরে ঘরে পৌছে দিবেন।
আসুন আজ ২৮ নভেম্বার আমরা নৌকা মার্কাকে বিজয়ী করি এবং একজন ন্যায় পরায়ন নেতাকে আমাদের মাঝে সেবক হিসেবে কাজ করার সুযোগ করে দেই। আল্লাহ উনাকে নেক হায়াত এবং জনগনের সেবার জন্য কবুল করুন। আমীন।