উপজেলার বরমচাল ইউনিয়নে গত নির্বাচনে আ. লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান। তিনি মৃত্যুবরণ করলে ওই ইউনিয়নে গত ডিসেম্বরে উপ-নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল লতিফ খানের ছেলে খোরশেদ আলম খান সুইট। তিনি এবার দলীয় মনোনয়ন চাননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে (চশমা) প্রতীকে ভোটের মাঠে তৎপর রয়েছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন খসরু। তিনি এবার প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন।
ভূকশিমইল ইউনিয়নে গত ইউপি নির্বাচনে ধানের শীষ নিয়ে বিজয়ী হওয়া চেয়ারম্যান আজিজুর রহমান মনির এবার স্বতন্ত্র (আনারস) প্রতীকে নির্বাচনে অংশ নেন। এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নবীন প্রার্থী মইনুল ইসলাম সোহাগ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী আব্দুল আজিজ (লাঙল) প্রতীকে লড়ছেন।
ভাটেরা ইউনিয়নে বিগত নির্বাচনে নৌকা নিয়ে বিজয়ী হওয়া চেয়ারম্যান সৈয়দ এ কে এম নজরুল ইসলাম এবার নৌকা থেকে বঞ্চিত হন। এই ইউনিয়নে এবার আওয়ামী লীগের নৌকার প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ সেলিম। তিনি ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের আজীবন সভাপতি মরহুম আকমল আলী সিদ্দিকীর ছেলে। তিনি ভাটেরা ইউনিয়ন আ. লীগের আইন বিষয়ক সম্পাদক। বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ এ কে এম নজরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী ও ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল ইবনে শহীদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০০৩ সালের নির্বাচনে স্বল্প ভোটে পরাজিত হওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আব্দুল লতিফ খান (ঘোড়া) প্রতীকে নির্বাচনে অংশ নেন।
জয়চন্ডী ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমান চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু (আনারস) এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি এই ইউনিয়নের টানা তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। এই ইউনিয়নে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হলেন জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মাহাবুব।
ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মমদুদ হোসেন এবারও নৌকা প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী খান ময়নুল হোসেন (আনারস) ও সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর হোসেন এলাইছ (চশমা) এবং ব্যবসায়ী আকুল মিয়া (অটোরিকশা) প্রতীকে ভোটের মাঠে রয়েছেন।
কাদিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হন জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার জাফর আহমদ গিলমান। গত ইউপি নির্বাচনে ধানের শীষ নিয়ে বিজয়ী হওয়া চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম (মোটরসাইকেল) এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়াও উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মুহিত বাবলু (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী সুলতান খাঁন (চশমা) ও মো. জসিম উদ্দিন (অটোরিকশা) প্রতীকে নির্বাচনে অংশ নেন।
কুলাউড়া সদরে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার বুবলি এবারো স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীকে নির্বাচনে ভোটের মাঠে তৎপর। তিনি কুলাউড়ায় ভোটের মাঠে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা মোছাদ্দিক আহমদ নোমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান (চশমা) ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী (মোটরসাইকেল) ভোটের মাঠে রয়েছেন।
রাউৎগাঁও ইউনিয়নে গত ইউপি নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল। তিনি এবারো স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীকে নির্বাচনে অংশ নেন। তিনি এই ইউনিয়নে টানা দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হন আকবর আলী সোহাগ। স্বতন্ত্র প্রার্থী প্রবাসী সৈয়দ ইকবাল ছালাম (ঘোড়া), এনামুল হক মাহতাব (চশমা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামিলুর রহমান চৌধুরী (হাতপাখা) প্রতীকে ভোটের মাঠে রয়েছেন।
টিলাগাঁও ইউনিয়নে গত নির্বাচনে আ. লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন আব্দুল মালিক। তিনি এবার দলীয় মনোনয়ন চাননি। তাই স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীকে নির্বাচন করছেন। এই ইউনিয়নে দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি ঘরানার মো. হারুন মিয়া (মোটরসাইকেল) প্রতীকে অংশ নিচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়াকিব মিয়া (হাতপাখা), কামাল মিয়া (রজনী গন্ধা) ও মোহাম্মদ আবুল মিয়া (টেলিফোন) প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
হাজিপুর ইউনিয়নে গত নির্বাচনে নৌকা ও ধানের শীষের প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন প্রেস ক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাচ্চু। তিনি এই ইউনিয়নে এবারো স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীকে নির্বাচনে ভোটের মাঠে তৎপর রয়েছেন। এই ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান মো. মাহমুদ আলী (আনারস), দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াদুদ বক্স (নৌকা), স্বতন্ত্র প্রার্থী কয়ছর মিয়া (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কাশেম (হাতপাখা) ও মো. নাজিম উদ্দিন (চশমা) প্রতীকে ভোটের মাঠে লড়ছেন।
শরীফপুর ইউনিয়নে গত নির্বাচনে ধানের শীষ নিয়ে বিজয়ী হওয়া চেয়ারম্যান জনাব আলী (আনারস) এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মো. চিনু মিয়া ভোটের মাঠে তৎপর। স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান (চশমা), ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন (মোটরসাইকেল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আকমল (হাতপাখা) প্রতীক নিয়ে লড়ছেন।
পৃথিমপাশা ইউনিয়নে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকা ও ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন নবাব আলী বাকর খান হাসনাইন। তিনি এবারও স্বতন্ত্র প্রার্থী (চশমা) প্রতীকে নির্বাচন করছেন। এই ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা সিপিবির সাবেক সভাপতি মো. আব্দুল লতিফ (আনারস) প্রতীকে তৎপরতা চালাচ্ছেন। এছাড়াও এই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ৫ বারের মেম্বার মো. আব্দুল মন্নাফ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জিমিউর রহমান চৌধুরী ফুল (অটোরিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল গাফুর (হাতপাখা) প্রতীকে ভোটের মাঠে রয়েছেন।
কর্মধা ইউনিয়নে গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা এম এ রহমান আতিক। তিনি এবারো নৌকা প্রতীক পেয়ে ভোটের মাঠে সরব রয়েছেন। এই ইউনিয়নে আ. লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হন মুহিবুল ইসলাম আজাদ। তিনি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উসমান গণির ছেলে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (ঘোড়া) প্রতীকে নির্বাচন করছেন। তিনি গত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মছলু আমিন (আনারস) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হেলাল মিয়া (হাতপাখা) প্রতীকে ভোটের মাঠে রয়েছেন।