আজ ২৮ শে নভেম্বর ছিল কুলাউড়া উপজেলার ইউপি নির্বাচন। ১০ম ইউপি নির্বাচনের ৪র্থ ধাপে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ হযেছে। ভোট গ্রহণ শেষে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল নিচে প্রকাশ করা হল।
কুলাউড়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের সর্বশেষ ফলাফল নিচে প্রকাশ করা হল। নতুন ফলাফল পাওয়ার সাথেই সাথেই আপডেট করা হচ্ছে -
বরমচাল ইউনিয়ন - ১
খোরশেদ আহমদ খান সুইট - চশমা
ভূকশিমইল ইউনিয়ন - ২
আজিজুর রহমান মনির - আনারস
ভাটেরা ইউনিয়ন - ৩
সৈয়দ একেএম নজরুল ইসলাম
জয়চন্ডী ইউনিয়ন - ৪
আব্দুর রব মাহবুব - নৌকা
ব্রাহ্মণবাজার ইউনিয়ন - ৫
মো. মমদুদ হোসেন - নৌকা
কাদিপুর ইউনিয়ন - ৬
জাফর আহমদ গিলমান - নৌকা
কুলাউড়া সদর ইউনিয়ন - ৭
মোছাদ্দিক আহমদ নোমান - নৌকা
রাৎগাঁও ইউনিয়ন - ৮
আকবর আলী সোহাগ - নৌকা
টিলাগাঁও ইউনিয়ন - ৯
মো. আব্দুল মালিক - নৌকা
হাজীপুর ইউনিয়ন - ১০
মা. ওয়াদুদ বক্স - নৌকা
শরীফপুর ইউনিয়ন - ১১
মো. খলিলুর রহমান (চশমা)
পৃথিমপাশা ইউনিয়ন - ১২
জিমিউর রহমান চৌধুরী ফুল - অটোরিক্সা
কর্মধা ইউনিয়ন ১৩
মুহিবুল ইসলাম আজাদ - চশমা
১৩ টি ইউনিয়নের মধ্যে ৭টিতে নৌকা জয় লাভ করেছে। বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল এখানে তুলে ধরা হয়েছে।