Iklan

header ads

১৩নং কর্মধা ইউপি নির্বাচনে চশমা না কি নৌকা?

১৩ নং কর্মধা ইউপি নির্বাচনে চশমা ও নৌকা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে অনুমান করা যায় , এই বছর সর্বাধিক সংখ্যক ভোটাররা ভোট কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করতে ভোট দিতে এসেছেন। 
চশমা না কি নৌকা

কোন কোন কেন্দ্রে নৌকা এগিয়ে আবার কোন কেন্দ্র চশমা এগিয়ে থাকার খবর পাওয়া যায়। ভোটারদের উপস্থিতি বেশী থাকায় যতক্ষন ভোটার থাকবে ততক্ষন ভোট চলবে। বেশী ভোটার থাকায় ফলাফল পেতেও বিলম্ব হতে পারে।