আজ ১৬ই ডিসেম্বর। মহান বজয় দিবস। কুলাউড়া নিউজ এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা। ১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। সকল শহীদদের সম্মানের সাথে স্বরণ করছি। সেই সাথে যাদের ত্যাগ ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখন্ড পেয়েছি সেসব বীরদের প্রতি সালাম।
বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্ধশত বছর হলেও স্বাধীনতা দিবস ও বিজয় দিবস পালনের কোন নিয়ম না থাকাটা দুংখজনক। তাই বিভিন্ন জায়গায় গানবাজনা বাজানোর মাধ্যমে এই দিবসটি পালন করা করতে দেখা যায়।
একুশে ফেব্রুয়ারীর মত স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস পালনের নীতিমালা প্রয়োগ করা জরুরী। নীতিমালা ছাড়া এরকম জাতীয় একটি গুরুত্ত্বপূর্ণ সংস্কৃতিতে অপসংস্কৃতির অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। অনেক জায়গায় ডিজে গান ও পার্টি গান বাজানো হচ্ছে। যা কোনভাবেই বিজয় দিবসের অংশ নয়।
একুশে ফেব্রুয়ারীতে প্রভাত ফেরী তারপর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য পালন করা হয় কিন্তু স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে এমন কোন নিয়ম নেই। ফলে কোথাও খেলাধূলা, কোথাও গান বাজনা, কোথাও ভাষন, কোথাও র্যালী, কোথাও কুচকাওয়াজ, কোথাও মুক্তিযুদ্ধাদের সম্মান প্রদান করা হচ্ছে আবার কোথাও কোথাও শহীদ মিনারে ফুল দেয়া হচ্ছে। তাই এসবকিছুর একটি সুনির্দিষ্ট ধরন থাকা উচিত।
এছাড়াও এবছর বিজয় দিবসে নব নির্বাচিত চেয়ারম্যান ও রাজনৈতিক নেতাদেরও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হচ্ছে। সুনির্দিষ্ট কোন নিয়ম না থাকায় যেমন খুশি তেমনভাবেই পালন করা হয় বিজয় দিবস ও স্বাধীনতা দিবস।
মতামত
মো. ওবায়দুল হক সিপন
আইটিহল, রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার।