বিদায়ীতে কান্না? ওসব এখন ওল্ড ফ্যাশন। নতুন ট্রেন্ড, টুম্পা সোনা...। বিয়ের আনন্দে বিদায়ীতেই নতুন বউয়ের নাচ। ছক ভাঙলেন কনকাঞ্জলিতেও। মাকে বলে গেলেন, "এতদিন যা খেয়েছি শোধ করে দিতে পারলাম না।" মায়ের আঁচলে চাল ফেলে মেয়ে আরও বলল, "যে চালটা দিলাম, ধীরজ আর আমার জন্য ফ্রাইড রাইস করে রেখো, অষ্টমঙ্গলায় খাবো।"