Iklan

header ads

একজন অলস গবেষকের চেয়ে রাস্তার একজন কঠোর পরিশ্রমী পরিচ্ছন্নতা কর্মী অনেক ভালো

আমরা অনেকে মুখে বললেও অন্তর থেকে এখনও মেনে নিতে পারিনা যে সকল পেশার গুরুত্ব সমান। সকল পেশাই সম্মানের। আনন্দের বিষয় আমরা অনেকে অনেক কিছু জানি, মুখে বলি কিন্তু দু:খ্যের বিষয় সেটা মন থেকে মানি না।
পরিচ্ছন্নতা কর্মী

অযোগ্য আমি। পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তবে হাত জোড় করে একটা অনুরোধ করি। প্রবাসিকে তাঁর পেশা নিয়ে কোন প্রশ্ন করবেন না। প্রবাসে প্রবাসীরা একে অন্যকে বুক ফুলিয়ে তাঁর পেশার পরিচয় দিলেও, প্রবাসীরা, তাঁর নিজে দেশের মানুষের কাছে গলার স্বর নামিয়েও তাঁর পেশার সঠিক পরিচয়টি দিতে পারে না।

পরিশ্রমী

নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে, “A hardworking street cleaner is a better man than a lazy scholar.” অর্থাৎ, "একজন অলস গবেষকের চেয়ে রাস্তার একজন কঠোর পরিশ্রমী পরিচ্ছন্নতা কর্মী অনেক ভালো।"
অনেকে বলেন, সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করছেনা বিদায় ক্রমাগত বেকারের সৃষ্টি হচ্ছে। আমি বলছি ভুল। বেকার বা বেকারত্ব সৃষ্টির পেছনে সরকারের পাশাপাশি আমাদের কর্ম বা কাজের ভেদাভেদ খোঁজার যে সামাজিক দৃষ্টিভঙ্গি সেটাও সমানভাবে দায়ী।
আসুন, সময় এসেছে। নিজেকে শোধরাই। আমাদের দৃষ্টি ভঙ্গী পাল্টাই। তরুণদেরকে সাবলম্বী হওয়ার সুযোগ করে দেই। সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ বিনির্মানে কাজ করে যাই...
-------------------
শাহরীয়ার মোহাম্দ শাহীন লন্ডন প্রবাসি