Iklan

header ads

বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম - ভাইরাল কাচা বাদাম

হাটে মাটে ঘাটে শুধু কাচা বাদাম। সব জায়গায় একটি গানই বাজছে। এ ম্যারা কার হ্যায়, আইলা রে নয়া দামান এসব ভাইরাল টপিকগুলো ছাড়িয়ে এখন শুধু কাচা বাদাম।একজন বাদাম বিক্রেতার গানটি সোশিয়াল মিডিয়ায় আসার পর মুহুর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।