আমি তারা ভরা আকাশ হতে চেয়েছিলাম
এক আকাশ কষ্টে চৌত্রের দুপুর হয়েছি।
আমি প্রেমিক হতে চেয়েছিলাম
ভালবাসাহীন বন্ধনে পাথর হয়েছি।
আমি ফুল হতে চেয়েছিলাম
সংঘাত আর সংগ্রামে বিদ্রোহী হয়েছি।
আমি সবুজ মাঠ হতে চেয়েছি
অসহায় কান্নায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছি।
আমি মুক্ত স্বাধীন একখন্ড হৃদয় হতে চেয়েছি
ক্রমাগত বিদ্রোপ আর অবহেলায় আ্ত্নঘাতি হয়েছি।
----------------------- অসমাপ্ত