Iklan

header ads

৫০% ডিসকাউন্টে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইনকাম বা ফ্রিলেন্স আউটসোর্সিং কোর্স স্প্যাশিয়াল ব্যাচ ২০২২

এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য স্প্যাশিয়াল ব্যাচে ফ্রিলেন্স আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। এসএসসি বা এইচএসসি পরীক্ষার পর রেজাল্ট বের হবার আগ পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ৩ মাস সময় থাকে। এই তিন মাস সময়কে কাজে লাগাতে অনলাইন ফ্রিল্যান্স প্রশিক্ষণ হতে পারে যুগ উপযোগী একটি সিদ্ধান্ত।

ফ্রিলেন্স আউটসোর্সিং কোর্স


কোর্সে কি কি শেখানো হবে?

৩ মাসে মোট ৩৬ টি ক্লাসে ফ্রিল্যান্স আউটসোর্সিং বেসিক হতে এডভভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। প্রতি সাপ্তাহে ভিডিও ও ক্লাস নোট দেয়া হবে। যারা বেসিক কম্পিউটার কোর্স করেন নি তারাও এই ব্যাচে ভর্তি হতে পারবেন। কেননা, স্প্যাশিয়াল এই ব্যাচে বেসিক কম্পিউটার থেকে ক্লাস শুরু হবে।
প্রথম মাস =  বেসিক কম্পিউটার ৬ দিন। পেমেন্ট গেইটওয়ে ও রিসেলার বিজনেস ৬ দিন।
দ্বিতীয় মাস = মাইক্রোফ্রিল্যান্সিং ৬ দিন। প্রফেশনাল ফ্রিল্যান্সিং ৬ দিন। 
তৃতীয় মাস =  লাইভ প্রজেক্টে কাজ করার সুযোগ ৮ দিন। সমস্যা ও সমাধান ৩ দিন। পরীক্ষা ১ দিন।  

প্রশিক্ষণ ফি কত টাকা ?
এসএসসি ও এইচএসসি স্প্যাশিয়াল ব্যাচে আউটসোর্সিং কোর্স করতে ৩ মাসে ৬ হাজার টাকা ফি দিতে হবে। ক্লাস নোট ডিভিডি ও অনন্য খরচ আলাদা দিতে হবে। কোর্স শুরুর পূর্বে ছোট্ট একটি টেস্ট পরীক্ষা দেয়ার মাধ্যমে মেধার ভিত্তিতে ১০ জন শিক্ষার্থী ৫০% ডিসকাউন্টে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। ডিসকাউন্ট পেতে ট্রেনিং সেন্টারে ভিজিট করে নাম এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করার পর পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে। এই সুযোগটি কেবল ২০২২ সালের এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদেরা গ্রহণ করতে পারেন।
তাই ১০ জন শিক্ষার্থী মাত্র ৩ হাজার করে আউটসোর্সিং শেখার সুযোগ পাবেন।

ঠিকানা 
আইটিহল 
ফ্রিল্যান্স আউটসোর্সিং ল্যাব।
এসএম মার্কেট (খান মার্কেটের অপজিট পাশে),
রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার।
Mobile: 01718-023759
Email: ithallservice@gmail.com