Iklan

header ads

জরুরী অবস্থা জারী করে বন্যার্থদের পাশে দাড়ানোর আহব্বান সর্বস্থরের মানুষের

সুনামগঞ্জ জেলার সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। পানি বিদুৎ গ্যাস নেই। সব বাসা-বাড়ী পানির কবলে। এমন কি দুই/তিন তলা বিশিষ্ট সব বাসার নিচতলায় পানি। মনে হয় অবশিষ্ট এক টুকরো শুকনা জায়গা নেই যে আপনি দাঁড়িয়ে দেখবেন বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সেই জায়গা থেকে। সিলেট জেলার উপজেলা গুলোতে একই অবস্থা।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর বাস্তবায়িত সিলেট হাইটেক পার্কে সিলেটে বন্যা কবলিত এলাকার ২০০০ মানুষ প্রায় ১০০০ গবাদিপশু ও প্রয়োজনীয় মালামালসহ আশ্রয় গ্রহণ করেছে।