আজ শনিবার দুপুর ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট। কোন রকম হতাহতের ঘটনা না ঘটলেও বহু মানুষের জীবন ছিল ঝুকিপূর্ণ। ১ টি এসি বগিসহ ৩টি বগি পুড়ে যায়। অতিরিক্ত জেলা মাজেষ্ট্রেট কে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ট্রেনের পাওয়ার বগির ব্রেক থেকে আগুন লাগতে পারে। যদিও ট্রেনের যাত্রীদের সাথে আলাপ করে জানা যায়, ট্রেনটি খুবই স্লো চলছিল এবং আখাউড়া এলাকায় ট্রেনটি চলতি পথে থেমে গিয়েছিল।
আগুন নিয়ন্ত্রনে এলেও বগিগুলো সরিয়ে নেয়া হয় নি এখনও। এখন পর্যন্ত সিলেটগামী সকল ট্রেন বন্ধ রয়েছে।