Iklan

header ads

পদ্মা সেতুর উপর যুবকের টয়লেট

 পদ্মা সেতুর উপর দাড়ানো বা ছবি তুলা নিষেধ হলেও অনেকেই নিয়মটি মানছেন না। কেউ কেউ নাট খুলে ভিডিও করছেন আবার কেউ কেউ পাকৃতিক কাজ সারতে দেখা যায়। স্বপ্নের পদ্মা সেতুর ঘিরে আমাদের কৌতুহল অনেক। অনেকেই ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করছেন কেউ বা নিছক মজার ছলে এমন কাজ করছেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন 

পদ্মা সেতুর উপর যুবকের টয়লেট

হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে। নাট খুলে ভিডিও ধারনের অভিযোগে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তাছাড়া জট বেধে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে । এসব প্রবনতা অতি দ্রুত বন্ধ করতে কার্যকরী প্রদক্ষেপ নিতে সেতু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন দেশের সাধারণ জনগন।