বাণীবাহক.কম একটি ইসলামিক ওয়েব পোর্টাল। এই ওয়েব পোর্টালটির মাধ্যমে সহজেই অনলাইনে আয় করতে পারবেন। আজকের আয়োজনে আমরা বাণীবাহক.কম ওয়েব পোর্টালটির কাজ এবং অনলাইনে আয় করার বিষয়গুলো আলোচনা করা হবে।
বাণীবাহক এর সেবাসমূহ
১। সারা দেশে মসজিদ / মাদ্রাসা / এথিম খানা সহ সাহায্য প্রার্থী যেকেউ সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। ডোনাররা সরাসরি সাহায্য প্রার্থীকে ডোনেশন দিতে পারবেন।
২। ইসলামিক সেবামূলক সকল কাজে সাধ্যমত অংশগ্রহণ ও সারাদেশে একটি শক্তিশালী ইসলামিক কমিউনিটি তৈরি করা।
৩। ধর্মের সঠিক শিক্ষা সকলের মধ্যে প্রচার করা ও ইসলামের প্রকৃত বাণীসমূহ সবার কাছে পৌছে দেয়া।
৪। ধর্মীয় বাণীসমূহ সুন্দরভাবে সোশিয়াল মাধ্যমগুলোতে প্রচার করা।
৫। আল কোরআন শিক্ষা দেয়া এবং শিক্ষার্থীদের আইটি সেক্টরে দক্ষ করার মাধ্যমে কর্ম উপযোগী করে গড়ে তুলা।
অনলাইনে আয়: বাণীবাহক.কম এ সারা দেশ থেকে ১০০০ জন বাণী প্রচারক নিয়োগ দেয়া হবে। প্রতি শুক্রবার আপনার পাড়ার মসজিদে যে খুতবা হয় ইমামকে অবগতির মাধ্যমে সেই খুতবা আপনার মোবাইলে রেংকর্ড করতে হবে। আর সেই বাংলা খুতবা পাবলিশ করতে হবে বাণীবাহক.কম এর নির্দিষ্ট পেইজে। এভাবে শান্তির ধর্ম প্রচার করার মাধ্যমে একদিকে যেমন অশেষ সোয়াব অর্জন করতে পারেন অন্যদিকে ৬ মাস পর বাণীবাহক.কম ওয়েব পোর্টালটিতে গুগল এডসেন্স থেকে যে ইনকাম আসবে তা বাণী প্রচারকদের মধ্যে বন্টন করা হবে।
এছাড়াও স্বেচ্ছাসেবক কর্মী ও সদস্য নিয়োগ দেয়া হবে। আপনাদের যেকোন পরামর্শ থাকলে নিচের ফেইসবুক আইডিতে তা জানাতে পারেন।
https://facebook.com/obaydul.shipon
অংশগ্রহণ করতে নিয়মিত ভিজিট করুন
http://banibahok.com/