মেধা (intelligence) আর মানসিক শক্তি (mental energy)
প্রাইভেট কার খুব গতিতে চলে, কিন্ত ট্রাকের মত বেশি বোঝা টানতে পারে না। ট্রাক বেশি বোঝা টানতে পারে, কিন্তু গতি কম। প্রাইভেট কারের ড্রাইভার বেশি শিক্ষিত, হয়তো এসএসসি, এইচএসসি পাশ। নাইট কোচের ড্রাইভার কম শিক্ষিত, হয়তো ফাইভ পাশ।
প্রাইভেট কারের ড্রাইভারের হয়তো মেধা বেশি, কিন্তু নাইট কোচের ড্রাইভারের মত মানসিক শক্তি তার নাই। বড় গাড়ি টাকে লং ড্রাইভ করে ঢাকা থেকে পঞ্চগড় নিয়ে যাওয়ার সাহস সে করতে পারে না। প্রাইভেট কারের ড্রাইভারের মেধা বেশি, নাইট কোচের ড্রাইভারের মানসিক শক্তি বেশি। জীবনে সফলতার জন্য মেধার প্রয়োজন, আবার মানসিক শক্তিরও প্রয়োজন। মেধাবী মানুষেরা ডিপ্রেশনে ভোগতে পারে।
ডিপ্রেশনে ভুগলে মানসিক শক্তির ক্ষয় হতে থাকে, ফলে তারা মানসিকভাবে দুর্বল হতে থাকে। কম মেধাবী মানুষদের মধ্যে অপরাধবোধ কম। তারা অপরাধবোধে কম ভোগে, ডিপ্রেশনেও কম ভোগে। তাই তাদের মানসিক শক্তির ক্ষয়ও কম হয়। মেধাবী মানুষদের মানসিক শক্তির ক্ষয় (mental energy drainage) প্রতিরোধে যৌক্তিক চিন্তা উপকারি। কোরান ( বা ধর্মীয় বই) পড়া, জিকির করা, ধ্যান করা ইত্যাদি মানসিক শক্তি বৃদ্ধিতে খুবই উপকারি।
'ব্রেন ওয়েভস' বই থেকে