Iklan

header ads

সবকিছুর দাম বাড়লেও আইটিহল এ ওয়েব ডিজাইন ডেভেলাপমেন্ট সার্ভিসে ৪০% ডিসকাউন্ট

আপনি কি আপনার প্রতিষ্ঠান/পণ্য এর জন্য ওয়েবসাইট তৈরী করতে চান? আইটি হল এ সীমিত সময়ের জন্য ওয়েব ডেভেলাপিং এ চলছে ৪০% ডিসাকাউন্ট। ১৫ই আগস্ট ২০২২ তারিখের মধ্যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপিং সার্ভিসের সাথে পাচ্ছেন ডিসকাউন্টের পাশাপাশি প্রথম বছরের জন্য আনলিমিটেড ওয়েব হোস্টিং ফ্রি! তাই দেরী না করে এখনই কল করে আপনার অর্ডার নিশ্চিত করুন। 

ওয়েব ডিজাইন ডেভেলাপমেন্ট সার্ভিসে ৪০% ডিসকাউন্ট

আমাদের অঙ্গিকার: IT Hall দিচ্ছে International Level এর high quality website. Responsive Design and Eye catching থীমকে আমরা পিএইচপি language এ ডায়নিকলী ডেভেলাপ করে দেয়া হবে। অথবা আমরা দেব লাইসেন্স কীসহ অরিজিনাল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। মনে রাখবেন, পাইরেটেড থীমের ওয়েবসাইট কিনলে যেকোন সময় আপনার গুরুত্ত্বপূর্ন ওয়েবসাইট সাসপেন্ড হতে পারে। তাই ওয়েবসাইট বানানোর আগে অবশ্যই রিয়েল ডেভেলাপার দিয়ে কিছু টাকা বেশী খরচ হলেও কাস্টম ওয়েবসাইট তৈরি করা বুদ্ধিমানের কাজ হবে।

বিস্তারিত জানতে ও ডেমো দেখতে যোগাযোগ করুন-
📞 Call: 01718023759.

আমাদের ওয়েবসাইটের Quality জানেন কি?
Custom design and theme, secure programming language, Dynamic website, Website Loading Speed, Content, Mobile-friendly, SEO Friendly ইত্যাদি বিষয় খুব ই গুরুত্বপূর্ণ। আমরা শুধু একটি ওয়েবসাইট তৈরি করেই দেই না, সাথে সাথে নিশ্চিত করি সেবা মান ও ওয়েবসাইট পরবর্তী সময়েও ব্যবহার উপযোগী করে গড়ে তুলি।

আমাদের ওয়েবসাইট সার্ভিস সমূহঃ
▪ ইকমার্স শপিং ওয়েবসাইট
▪ শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট
▪ ই-কমার্স ওয়েবসাইট
▪ কোম্পানী ওয়েবসাইট
▪ ব্লগ ওয়েবসাইট
▪কোচিং সেন্টার ওয়েবসাইট
▪ নিউজপেপার ওয়েবসাইট
▪ ট্যুর/ভিসা ফার্ম/রিসোর্ট ওয়েবসাইট
▪ হোটেল ও পর্যটন ওয়েবসাইট
▪ ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
▪ রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট
▪ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইট
▪কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
▪হাসপাতাল ওয়েবসাইট
▪ফাইন্যান্স কোম্পানিজ ওয়েবসাইট
▪ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিজ ওয়েবসাইট
▪ ইভেন্ট ম্যানেজমেন্ট ওয়েবসাইট
▪বায়িং হাউজ ওয়েবসাইট

ডিজিটাল যুগে আপনি পিছিয়ে থাকবেন কেন ?
আপনার ওয়েবসাইট এখন ই অর্ডার করুন। আপনার ব্যবসাকে প্রসার করতে একটি ওয়েবসাইট থাকা খুবই জুরুরী। তাই দেরী না করে এখনই যোগাযোগ করুন। ৪০% ডিসকাউন্ট পেতে এখনই অর্ডার করুন।

বি.দ্র: বাজারের কিছু সস্তা Ad দেখে প্রতারিত হবেন না । ওয়েবসাইট তৈরী করার আগে বেশ কিছু বিষয় দেখে তারপর সিধান্ত নিন । পাইরেটেড থীম দিয়ে ১/২ হাজার টাকায় ওয়েবসাইট তৈরি করার আগে অবশ্যই আপনার জানা উচিত যে, আপনার ওয়েবসাইটটি জনপ্রিয় হলে যেকোন সময় ব্লক / সাসপেন্ড হয়ে যেতে পারে। গুগলসহ সকল সার্চ ইঞ্জিনে ব্ল্যাক লিষ্টেড হয়ে যেতে পারে।

বাক্তিগত / প্রাতিষ্ঠানের ওয়েবসাইট করুন 
মূল্য: মাত্র ৪,০০০/= থেকে ৯২,০০০/= টাকা। আপনার ওয়েবসাইট যত সিম্পল ও কম পেইজের হবে তত রেট কম হবে। একেবারে বেসিক ওয়েবসাইট হলে কম বাজেটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন হলে আপডেট করতে পারেন। যতবেশী ফিচার হবে ততই বাজেট বাড়বে।
ফ্রি সেবা: ডোমেইন ও হোস্টিং (সিপ্যানেল)।
ডিজাইন: মোবাইল রেসপনসিভ, ডাইনামিক ওয়েবসাইট, দৃষ্টিনন্দন, ইউনিক।
ব্যাকএন্ড ডেভেলাপমেন্ট: কাস্টম এডমিন প্যানেল (সহজে এই এডমিন প্যানেল থেকে ওয়েবসাইট আপডেট করতে পারবেন), নতুন কন্টেন্ট এড / আপডেট করতে পারবেন, কাস্টমারের যোগাযোগ ইনফরমেশন এডমিন প্যানেলে স্টোর করতে পারবেন, তাদের রিপ্লাই দিতে পারবেন।
ফন্টএন্ড ডেভেলাপমেন্ট: কাস্টম থীমকে ডায়নামিক করে দেয়া হবে, কাস্টমার বা ভিজিটর যোগাযোগ করার ডায়নামিক ফরম দেয়া থাকবে।
সার্ভিস: ১ বছরের ফ্রি সার্ভিস ।
রিনিউ: ১ বছর পর ১৬০০ – ৫২০০ টাকার মধ্যে ডোমেইন হোস্টিং রিনিউ করতে পারবেন।

ই_কমার্স সাইট করুন
মূল্য: মাত্র ৮,০০০/= থেকে ৫০০,০০০/= টাকা। আপনার ওয়েবসাইট যত সিম্পল ও কম পেইজের হবে তত রেট কম হবে। একেবারে বেসিক ওয়েবসাইট হলে কম বাজেটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন হলে আপডেট করতে পারেন। যতবেশী ফিচার হবে ততই বাজেট বাড়বে।
ফ্রি সেবা: ডোমেইন ও হোস্টিং ( সিপ্যানেল )।
ডিজাইন: মোবাইল রেসপনসিভ, ডাইনামিক ওয়েবসাইট, দৃষ্টিনন্দন, ইউনিক।
ব্যাকএন্ড ডেভেলাপমেন্ট: কাস্টম এডমিন প্যানেল (সহজে এই এডমিন প্যানেল থেকে ওয়েবসাইট আপডেট করতে পারবেন), নতুন কন্টেন্ট এড / আপডেট করতে পারবেন, কাস্টমারের যোগাযোগ ইনফরমেশন এডমিন প্যানেলে স্টোর করতে পারবেন, তাদের রিপ্লাই দিতে পারবেন।
ফন্টএন্ড ডেভেলাপমেন্ট: কাস্টম থীমকে ডায়নামিক করে দেয়া হবে, কাস্টমার বা ভিজিটর যোগাযোগ করার ডায়নামিক ফরম দেয়া থাকবে।
সার্ভিস: ১ বছরের ফ্রি সার্ভিস ।
রিনিউ: ১ বছর পর ৪২০০ – ১৬,৬০০ টাকার মধ্যে ডোমেইন হোস্টিং রিনিউ করতে পারবেন।

অনলাইন সংবাদপত্র করুন
মূল্য: মাত্র ৭,০০০/= থেকে ৬৫,০০০/= টাকা। আপনার ওয়েবসাইট যত সিম্পল ও কম পেইজের হবে তত রেট কম হবে। একেবারে বেসিক ওয়েবসাইট হলে কম বাজেটের মধ্যে তৈরি করে নিতে পারবেন। পরবর্তীতে প্রয়োজন হলে আপডেট করতে পারেন। যতবেশী ফিচার হবে ততই বাজেট বাড়বে।
ফ্রি সেবা: ডোমেইন ও হোস্টিং ( সিপ্যানেল )।
ডিজাইন: মোবাইল রেসপনসিভ, ডাইনামিক ওয়েবসাইট, দৃষ্টিনন্দন, ইউনিক।
ব্যাকএন্ড ডেভেলাপমেন্ট: কাস্টম এডমিন প্যানেল (সহজে এই এডমিন প্যানেল থেকে ওয়েবসাইট আপডেট করতে পারবেন), নতুন কন্টেন্ট এড / আপডেট করতে পারবেন, কাস্টমারের যোগাযোগ ইনফরমেশন এডমিন প্যানেলে স্টোর করতে পারবেন, তাদের রিপ্লাই দিতে পারবেন।
ফন্টএন্ড ডেভেলাপমেন্ট: কাস্টম থীমকে ডায়নামিক করে দেয়া হবে, কাস্টমার বা ভিজিটর যোগাযোগ করার ডায়নামিক ফরম দেয়া থাকবে।
সার্ভিস: ১ বছরের ফ্রি সার্ভিস ।
রিনিউ: ১ বছর পর ১৮০০ – ১৬,০০০ টাকার মধ্যে ডোমেইন হোস্টিং রিনিউ করতে পারবেন।

জানেন কী? ওয়েবসাইটের কাজ ভাল না লাগলে এডভান্স ফেরত দেয়া হয়!

শর্ত: ওয়েবসাইট তৈরির পর বার বার রিকুয়ার্মেন্ট পরিবর্তন করা যাবে না। রিকুয়ারমেন্টের বাইরের কোন ইস্যুর জন্য এডভান্স ফেরত পেতে অবশ্যই  বিষয়টি যুক্তি সংগত হতে হবে। 

আপনার কাছে কোন ধারনা নেই? কিরকম ওয়েবসাইট আপনার প্রতিষ্ঠানের জন্য তৈরি করা উচিত আপনার ধারনা না থাকলে আমাদের ইমেল করুন।  

আপনার কাজের বিস্তারিত ইমেল করুন – 24worker@gmail.com

ইমেল করুন

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
অফিস টাইম: সকাল ১০.০০ থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)
📞 Call: 01718023759 .
📩 Email: 24worker@gmail.com
📌 Facebook: https://facebook.com/ithall.com.bd
🏫 Our Address:
Robirbazar, Kulaura, Sylhet.

Join in our Facebook Page: https://www.facebook.com/ithall.com.bd/