Iklan

header ads

চলাফেরা করার অনপুযোগী কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ

কুলাউড়া উপজেলার ১১নং শরীফপুর ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় নছিরগঞ্জ বাজার। আশেপাশের প্রায় ৮/১০ গ্রামের মানুষ এখানে বাজার করতে আসেন। অথচ দীর্ঘদিন ধরে রাস্তা ও বাজারের ভিতরের এরকম বাজে অবস্থা। বাজারের প্রত্যেকটা জায়গা কর্দমাক্ত। একটু বৃষ্টিতে চলাফেরা করার অনপুযোগী হয়ে উঠে রাস্তাগুলো তবুও এই রাস্তাগুলো ব্যবহার করে চলতে হয়।

শরীফপুর

শরীফপুর


এত বেশি কাদা যে, ব্যক্তি উদ্যোগে সমাধান করার চিন্তাও করা সম্ভব নয়। বাজারে এসেই নিজেদের মধ্যে প্রথম আলোচনা কাদা নিয়ে হলেও সমাধানের জন্য কোন পদক্ষেপ নেয়া হচ্চে না । অনেকদিন ধরেই এই অবস্থায় অবহেলিত জনসাধরণ নির্বাকের মত চলছেন।
রাস্তার এমন বেহাল অবস্থা যেন কর্তৃপক্ষের কারও চোখে পড়ে না? কর্তৃপক্ষ কি এখানে আসেন না? এই সমস্যা সমাধানের দায়িত্ব কার? কেন সমাধান করছেন না বা করতে পারছেন না? সাধারণ মানুষের মধ্যে শুধু এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। কোন উত্তর বা সমাধান যেন এখানে নেই।