Iklan

header ads

পরিমনী মা হয়েছেন, মনে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিলে সবাই খুশি হত - মতামত

পরিমনী মা হয়েছেন। এই নিয়ে সাধারণ মানুষের হাজারটা প্রশ্ন। বাবা কে? জাতীর সামনে ডিএনএ টেস্ট করাতে পারবেন কি না। সাহস আছে কি না, কত কি? মনে হচ্ছে ডাস্টবিনে ফেলে দিলে কারো কোন প্রশ্ন থাকত না। একটা শিশুকে পৃথিবীর আলো দেখিয়েছেন, মানুষ জানতে পেরেছে, তাই এত প্রশ্ন! যদি একটি জীবন অন্ধকারেই শেষ হয়ে যেত তাহলে এত সব প্রশ্ন কাকে করতেন? তিনি সাহসী একজন মহিলা। আপনারা এসব প্রশ্ন করবেন জেনে বুঝেই মা হওয়ার সিদ্ধান্ত নিযেছেন। এমন সাহসী মহিলাকে সম্মান করা উচিত। সব কিছুর পরে, তিনি এখন একজন মা। আর কোন খারাপ কথা বলার আগে জানা উচিত, কথাগুলো একজন মা কে বলছেন। 

ক্যারিয়ারের উত্তানের সময়ে এসে মা হয়ে সংসার করছেন, এটাই হয়ত আপনাদের মাথা ব্যাথার কারণ। পরিমনী কোন সময়েই আমার ক্রাশ ছিল না। নায়িকা হিসেবে ৩য় ক্যাটাগরীতে রাখতাম সব সময়। এখন সংসার করছেন দেখে, এই সংসার করাটাকে সাধুবাদ জানাই।

কিছুদিন ধরে সোশিয়াল মিডিয়ায় পরিমনীকে নিয়ে অনেক ট্রল হচ্ছে। অবশ্য সোশিয়াল মিডিয়া ব্যবহারকারীদের বড় একটি অংশ চেতনাহীন। অন্যকে হেয় করাই তাদের একমাত্র কাজ। এই চেতনাহীন জাতী আমাদের দেশ ও সমাজের জন্য মারাত্নক হুমকি। দিন দিন এদের সংখ্যাই বাড়ছে। 

মো সুলাইমান নামে এক যুবক ফেইসবুকে লেখেন , ছেলেটা রাজের কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এরকম অসংখ্য মানুষ আছেন যারা একজন মা কে নিয়ে অনেক খারাপ কথা বলছেন। যদিও আল কোরআনে বলা হয়েছে, সন্দেহের উপর ভিত্তি করে কথা বলা জঘন্য মিথ্যাচার করার শামিল। শুধু সুলাইমান নন, উনার মত অনেকেই এমন পোস্ট করছেন। 

কিছুদিন আগে পরীমনি জেলে থাকার সময়ে মধ্যমা আঙ্গুল উপরে তুলা একটি ছবি সোশিয়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ছবিটি দেখে লজ্জ্বা পেয়েছিলাম। চোখ দুটি লজ্জ্বায় মোবাইল স্ক্রীন থেকে সরিয়ে নিয়েছিলাম। এখন বুঝতে পারছি আসলে তিনি এই কাজটি কেন করেছিলেন। এরকম চেতনাহীন জাতীকে আবারও সেই পিকটি দেখানো উচিত।

ভালো থাকুক পরিমনী, তার ছেলে ও স্বামীকে নিয়ে। আপনারা ট্রল করতে থাকুন। শুনেছি পরিমনীর ছেলের নাম রাজ্য। বড় হয়ে তার রাজ্য আলোকীত করুক। আপনারা ঘৃণা ছড়াতে থাকুন, সে আলো ছড়াতে থাকুক।

আর চেতনাহীন ভাল মানুষগুলো জেনে রাখুক, তাদের ঘৃনার ভয়ে যেসব নারী তাদের সন্তানকে ভ্রণ অবস্থায় মেরে ফেলেন, সেই পাপরে সমান দ্বায় আপনাদেরই। অন্তত্য নবজাতককে সুন্দরভাবে গ্রহণ করতে তো কোন দ্বিধা থাকা উচিত না। সে তো পাপ করে নি। যেসব নারী সমাজের ভয়ে তাদের সন্তানদের ডাস্টবিনে ফেলে পালিয়ে যায় তারা যতটা অপরাধী ততটাই অপরাধী এই চেতনাহীন ভাল মানুষগুলো।

লেখক -
মো. ওবায়দুল হক