Iklan

header ads

ড. মো. আবদুল্লাহ - সাধারণ মানুষের চিকিৎসা সেবায় ৪০ বছর

ড. মো. আবদুল্লাহ

ড. মো. আবদুল্লাহ ৪০ বছরের ও বেশী সময় ধরে সাধারণ মানুষদের চিকিৎসা পরামর্শ ও চিকিৎসা সেবা দিয়ে আসছেন। সাধারণত রোগীরা নিজের সমস্যাগুলো একটু সময় নিয়ে নিজ ভাষায় ভালোভাবে বলতে চান এবং ডাক্তারের নিকট চিকিৎসা পাবার পাশাপাশি সহানুভূতি ও সু-আচরন আশা করেন। চিকিৎসক হবার শুরু থেকেই চিকিৎসা দেবার সাথে সাথে রোগীর প্রত্যাশা পূরনে তিনি সব সময় আন্তরিক। এ বিষয়ে তিনি বলেন, রোগীদের হাসিমুখ এবং দোয়া আমাকে আরো মানবিক হবার উৎসাহ দেয়।

ডাক্তার সাহেবের চেম্বারঃ- নাম: ড. মো. আবদুল্লাহ আবিদ ফার্মেসি, হাসপাতাল গেইট, কুলাউড়া (প্রতি শনিবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত) গরীব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

ফেইসবুক পেইজ https://web.facebook.com/groups/1543505625954546/user/100023260423801/