Iklan

header ads

কুলাউড়ার মধ্যেই ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষনীয় জায়গা প্রায় ৬০০ ফিট উচ্চতার সুউচ্চ গগন টিলা

কুলাউড়ার গাজীপুর চা বাগানে অবস্থিত প্রায় ৬০০ ফিট উচ্চতার সুউচ্চ গগন টিলা! কুলাউড়া শহর থেকে মাত্র ৬/৭ কি.মি দুরত্ব হওয়ায় বর্তমানে এই উঁচু গগন টিলায় পর্যটকদের আনাগোনা খুবই বেড়েছে। টিলার উপরে বিট্রিশ আমলের প্রতিষ্টিত চা বাগান বাংলোও দেখার মতো। তাছাড়া সারি সারি নানা প্রজাতির ফুলের গাছ, বণ্য পাখির কিচিরমিচির শব্দ, ছায়া ঘেরা শান্ত-নিরিবিলি পরিবেশ এবং পাশ্ববর্তী দেশ ভারতের উঁচু-নীচু পাহাড় দেখার সুযোগ। সব মিলিয়ে বাড়ির পাশে বিনোদনের সুন্দর স্থান গগন টিলা এখন ভ্রমন ও প্রকৃতি পিপাসুদের আকর্ষনীয় জায়গা হিসাবে খ্যাতি পেয়েছে। বাগান কর্তৃপক্ষ অতি যত্নের সাথে টিলাটিকে পরিপাটি করেছেন। চমৎকার রাস্তা বেয়ে উপরে গিয়ে চারপাশের  দৃশ্য দেখে যেকেউ অভিভূত না হয়ে পারবেন না। আকাশ পরিষ্কার থাকলে ১০-১৫ কি.মি দূরত্বের ভারতীয় টিলাসমুহ ও হাকালুকি হাওর দেখা যায়। ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানোর জন্য উত্তম স্থান হিসাবে প্রসিদ্ধ পেয়েছে গগন টিলা। 

গগন টিলা

ইস্পাহানী গ্র“পের মালিকানীধীন গাজিপুর চা বাগানের মধ্যস্থানে অবস্থিত গগন টিলায় রয়েছে চা বাগানের মালিক বাংলো। বেসরকারীভাবে বাংলোটি ব্যবহারের কোন অনুমতি না থাকলেও সরকারের শীর্ষ রাজনৈতিক ও আমলারা মাঝে মধ্যে উক্ত গগন টিলার বাংলোতে ছুটি কাটাতে আসেন। গত কয়েকবছর থেকে গগন টিলা কুলাউড়া সহ পাশ্ববর্তী কয়েক উপজেলার প্রকৃতি প্রিয় লোকের কাছে এক আকষনীয় পর্যটন স্পট হিসাবে বিবেচিত হচ্চে। শত শত লোক প্রতিদিন গাড়ী যোগে এখানে আসেন বনভোজন করতে। কেউ ছবি তুলেন,কেউ চা বাগান ঘুরে দেখেন,আবার কেউ উচু গগন টিলায় উঠে সমতল দেখেন । লোকজনের মতে, গগন টিলাকে পর্যটন স্পট করা হলে গগন টিলাটি হবে এতদঞ্চলের অন্যতম পিকনিক স্পট। আর এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বাড়তি আয় করতে পারবেন।

গগন টিলা

গগন টিলা

গগন টিলা

গগন টিলা