কুলাউড়ার গাজীপুর চা বাগানে অবস্থিত প্রায় ৬০০ ফিট উচ্চতার সুউচ্চ গগন টিলা! কুলাউড়া শহর থেকে মাত্র ৬/৭ কি.মি দুরত্ব হওয়ায় বর্তমানে এই উঁচু গগন টিলায় পর্যটকদের আনাগোনা খুবই বেড়েছে। টিলার উপরে বিট্রিশ আমলের প্রতিষ্টিত চা বাগান বাংলোও দেখার মতো। তাছাড়া সারি সারি নানা প্রজাতির ফুলের গাছ, বণ্য পাখির কিচিরমিচির শব্দ, ছায়া ঘেরা শান্ত-নিরিবিলি পরিবেশ এবং পাশ্ববর্তী দেশ ভারতের উঁচু-নীচু পাহাড় দেখার সুযোগ। সব মিলিয়ে বাড়ির পাশে বিনোদনের সুন্দর স্থান গগন টিলা এখন ভ্রমন ও প্রকৃতি পিপাসুদের আকর্ষনীয় জায়গা হিসাবে খ্যাতি পেয়েছে। বাগান কর্তৃপক্ষ অতি যত্নের সাথে টিলাটিকে পরিপাটি করেছেন। চমৎকার রাস্তা বেয়ে উপরে গিয়ে চারপাশের দৃশ্য দেখে যেকেউ অভিভূত না হয়ে পারবেন না। আকাশ পরিষ্কার থাকলে ১০-১৫ কি.মি দূরত্বের ভারতীয় টিলাসমুহ ও হাকালুকি হাওর দেখা যায়। ছুটির দিনে পরিবারের সাথে সময় কাটানোর জন্য উত্তম স্থান হিসাবে প্রসিদ্ধ পেয়েছে গগন টিলা।