আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আইটিহল এ অনলাইন আউটসোর্সিং বা ইন্টারনেটে অর্থ উপার্জন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং কোর্স করানো হয়। আমরা অতি সম্প্রতি কোর্সগুলো অনলাইন বেইস চালু করেছি। দেশের যেকোন প্রান্ত থেকে কোর্সগুলো করার সুযোগ পাচ্ছেন জুম/টিমভিউয়ার/এনিডেক্স এর মাধ্যমে। এ নিশ্চয়ই আপনাদের জন্য এক বিরাট সুখবর। আপনি যদি কোথাও ভর্তি হোন তবে আসা যাওয়ার পথে মাসে যে খরচ হবে তার সাথে সামান্য কিছু টাকা এড করে অনলাইনে লাইভ ক্লাসে শেখার সুযোগ পাচ্ছেন। তারপরও যদি বলেন আপনার ভাগ্য বদলের কোন সুযোগ পান নি তবে আপনার জন্য আফসোস।
আরেকটি বিষয়ে বলতে ভুলে গেছি। এই নিউজটি যারা মনযোগ দিয়ে পড়ছেন তাদের জন্য রযেছে একটি কুইজ প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য ডিসকাউন্টও রযেছে। প্রশ্ন হচ্ছে, এই নিউজে মোট কয়টি প্রডাক্টের বিজ্ঞাপন করা হয়েছে?
সহজ মনে হচ্ছে, মোটেই না। ভালোভাবে চিন্তা করে দেখুন। আর পুরো নিউজটি মনোযোগ দিয়ে পড়ুন।
ওহ ভাল কথা, এই নিউজটি পড়ার পর আপনার মনে কিছু প্রশ্ন আসবে। যেমন, কোর্স ফি কত? কত দিনের কোর্স? ডিসকাউন্ট কত টাকা? ইত্যাদি ইত্যাদি। সব প্রশ্নের উত্তর রয়েছে আপনার ইমেইলের ইনবক্সে। আমাকে ইমেলে প্রশ্ন করেই দেখুন ঠিক বললাম না ভুল বললাম।
যদি আপনি খুব বেশি আগ্রহী হোন তবে আমাকে কল করতে পারেন বা আমার অফিসে আসতে পারেন। আমার নাম্বার? একটু চিন্তা করুন কিভাবে পাওয়া যাবে। আমাদের ফেইসবুক পেইজে একটু খুঁজলেই পেয়ে যাবেন। এখন নিশ্চয়ই ভাবছেন এ কেমন কথা? নাম্বার দিয়ে দিলেই তো হয়। বিষয়টা একটু অন্যভাবে ভাবতে চেষ্টা করি। এর মধ্যেও মার্কেটিং দক্ষতা অর্জনের কিছু বিষয় আছে। কি কি?
আসুন এক নজরে জেনে নেই-
১। আপনি যখন সার্চ করে আমাদের পেজ খুজে বের করে আমাদের নাম্বার বের করবেন এবং কল করবেন তখন আমরা বুঝতে পারব আপনি আসলেই সিরিয়াস। তাই আপনার কল রিসিভ করে গুরুত্ব বা মনযোগ দিয়েই আপনার কথা শুনা হবে।
২। কিছু কম গুরুত্বপূর্ণ কল এভয়েড করে সময় বাঁচানো যাবে।
৩। সার্চ করে যখন বের করবেন তখন আপনি কিছু নতুন জিনিসও শেখার সুযোগ পাবেন। আপনার ব্রেন থাকবে আরও একটিভ।
৪। সার্চ দিয়ে পরবর্তীতে যেন বের করতে না হয় তাই পেইজটি লাইক দিয়ে ফলো করতে আগ্রহী হয়ে উঠবেন নিজ থেকেই।
৫। সহজে নাম্বার দিয়ে দিলে আপনি হয়ত উপরের বিষয়গুলো নিয়ে চিন্তা করতেন না। আর যখনই চিন্তা করছন, আপনার ব্রেন নতুন নতুন মার্কেটিং আইডিয়া আপনাকে দিতে থাকবে। কি চোখ বন্ধ করে ভাবুন তো আমি ঠিক বলছি কি না?
এতক্ষণ যা বলেছি তা এই নিউজের আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য আরও একটু পরে আসবে। তার আগে আবারও জানিয়ে রাখি, এই নিউজটি মূলত আমাদের নতুন ব্যাচের ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সে আংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য। আজকের অনলাইন ক্লাসে জানতে চাইব----
১। এই নিউজটিতে এরকম একটি টাইটেল কেন দেয়া হল?
২। নিউজটিতে রিডারের মনযোগ ধরে রাখতে কি কি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে?
৩। নিউজটির বিকল্প টাইটেল আর কি কি হতে পারত?
৪। ডিজিটাল মার্কেটিং করার সময় আমরা ট্রেন্ডিং কিওয়ার্ড কেন ব্যবহার করি?
৫। টার্গেট অডিয়েন্সের রেসপন্স পাওয়ার জন্য কি পদক্ষেপ নেয়া হয়েছে?
আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন এই নিউজটি আর পড়বেন না। তবে আপনি এই নিউজটির মূল আলোচনাই জানলেন না।
ডিজিটাল মার্কেটিং - সব থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হতে পারে এই কোর্সটি করা। কেননা, প্রথম ব্যাচের স্টুডেন্টদের নিয়ে আইটিহল প্রকাশ করবে একটি অনলাইন ই_বুক। এই বইটিতে আমরা ডিজিটাল মার্কেটিং যেমন জানব তেমনি তরুন প্রতিভা বিকশিত হবে নতুন নতুন মার্কেটিং আইডিয়ায়। তাই অনলাইন কোর্স কিংবা অফলাইন কোর্স উভয়ই আপনার জন্য উন্মুক্ত। অনলাইন ব্যাচ ইতিমধ্যে চালু হয়ে গেলেও নতুন কেউ জয়েন করতে চাইলে সে সুযোগ রয়েছে।
কাদের জন্য এই কোর্স- আপনি ভাবছেন অনলাইনে সফল হবেন? তাহলে এই কোর্সটি আপনার জন্য। যারা অনেক কাজ জানেন কিন্তু সফলতা পাচ্ছেন না তাদের জন্যও এই কোর্স। যদি বলতে না জানেন তবে কে আপনাকে কাজ দিবে? কোন কাজ না জানলেও এই কোর্সটি আপনার জন্য। কেননা, এই কোর্সে আমরা শুধু কন্টেন্ট মার্কেটিং শিখব না। আমরা আরও শিখব সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। তাছাড়াও শুধুমাত্র আমরা আপনাদের জন্য এই কোর্সে অতিরিক্ত যুক্ত করেছি প্রফেশনাল ইমেল মার্কেটিং। এই কাজগুলো শিখে আপনি অনলাইনে আয় করার প্রফেশনাল দক্ষতা অর্জন করতে পারবেন।
কতদিনে শিখবেন- আপনি তিন মাসে শিখতে পারবেন আবার এক মাসেও শিখতে পারেন। তিন মাসে শিখলে ভালোভাবে সময় নিয়ে শিখতে পারবেন। এক মাসের ক্রাশ কোর্সে শিখতে পারেন যদি আপনার হাতে যতেষ্ঠ সময় থাকে।
কি কি শেখানো হবে-
১। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
২। সার্চ ইঞ্জিন মার্কেটিং।
৩। সোশ্যিয়াল মিডিয়া মার্কেটিং।
৪। অ্যাফিলিয়েট মার্কেটিং।
৫। কন্টেন্ট মার্কেটিং।
৬। ফ্রিল্যান্সিং বাই ডিজিটাল মার্কেটিং।
৭। ইমেল মার্কেটিং।
এগুলোর বাইরেও আমরা আরও কিছু বিষয়ে বেসিক শিখতে পারব। ডিজিটাল মার্কেটিং কাজ করতে এগুলোতে বেসিক ধারনা হলেও থাকা উচিত। সেগুলো হল-
২। সার্চ ইঞ্জিন মার্কেটিং।
৩। সোশ্যিয়াল মিডিয়া মার্কেটিং।
৪। অ্যাফিলিয়েট মার্কেটিং।
৫। কন্টেন্ট মার্কেটিং।
৬। ফ্রিল্যান্সিং বাই ডিজিটাল মার্কেটিং।
৭। ইমেল মার্কেটিং।
এগুলোর বাইরেও আমরা আরও কিছু বিষয়ে বেসিক শিখতে পারব। ডিজিটাল মার্কেটিং কাজ করতে এগুলোতে বেসিক ধারনা হলেও থাকা উচিত। সেগুলো হল-
১। গ্রাফিক্স ডিজাইন- আমরা যখন মার্কেটিং কাজ করব তখন ফটো এডিটিং কিছু হলেও জানতে হবে। তা না হলে আমরা ছবিসহ পোস্ট দিতে পারব না আনেক প্লাটফরমে। আমরা মার্কেটপ্লেসে গিগ তৈরি করতে, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে ফটো নিয়েও কাজ করতে হবে।
২। প্রোগ্রামিং - ডিজিটাল মার্কেটিং এর অন্যতম কাজ হল ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় নিয়ে আসা। আর ওয়েবসাইট বানানো হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বেসিক কিছু ধারনা ছাড়া আমরা এগুলোতে কাজই করতে পারব না। তবে ভয় পাবার কিছু নেই। কাজটি আমরা সহজ করে বুঝাতে চেষ্টা করব তাই প্রোগ্রামিং এ কোন ধারনা না থাকলেও কাজ করতে অসুবিধা হবে না।
৩। ডোমেইন হোস্টিং কন্ট্রোল - ডোমেইন ও হোস্টিং মিলেই একটি ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়। এগুলো কন্ট্রোল করতে না জানলে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেও মাঝ পথে দিক হারাবেন।
প্রথম পর্ব শেষ হল----- শীঘ্রি আসছে ২য় পর্ব।
আপনি কি জানেন? একটি পাপমুক্ত গরীবের বিড়াল মাত্র ১২০ টাকায় পাওয়া যাচ্ছে আইটিহল এ। ভাবছেন এ আবার কি জিনিস? এটি কম্পিউটারের সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া একটি ইনপুট ডিভাইস। ইংরেজিতে বলে মাউস। এবার আপনার প্রশ্ন হতে পারে এ তো আমরা সবাই জানি। জি না ভাই, আমরা জানি না যে, এই ডিভাইসগুলো কুলাউড়ায় ১৫০ টাকায় বিক্রয় হলেও রবিরবাজারের আইটিহল এ মাত্র ১২০ টাকায় পাওয়া যায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি আপনি জানতেন না। এবার নিশ্চয়ই মনে মনে ভাবছেন আমি মাউসের বিজ্ঞাপন করতে আসছি। তাও ভুল ভেবেছেন। আমি আমার স্টুডেন্টদের একটি উদাহরণ দিতে চাচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়।
এস,এম, মার্কেট
রবিরবাজার, কুলাউড়া, মৌলভীবাজার
হোয়াইটঅ্যাপ নাম্বার 01929766847