Iklan

header ads

সর্টকোর্স - মাত্র ৭ টি ক্লাসে প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখুন

সাপ্তাহে মাত্র ২ দিন (শুক্র ও শনিবার) ৪ ঘন্টা করে মোট ৭টি ক্লাসে শিখুন ফ্রিল্যান্সিং। সময়ের স্বল্পতার জন্য যারা অনলাইন আউটসোর্সিং কোর্সটি করতে পারছেন না তারা মাত্র ৭টি ক্লাসে প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীরা মনযোগ দিয়ে নিচের পোস্টটি পড়লে বিস্তারিত বুঝতে পারবেন। কোন জিজ্ঞাসা থাকলে হোয়াটসঅ্যাপ নাস্বারে যোগাযোগ করবেন।

যা যা শিখানো হবে - 
(১) ডোমেইন - হোস্টিং ম্যানেজমেন্ট।
(২) ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট।
(৩) ব্লগিং ফর গুগল এডসেন্স।
(৪) ইমেল মার্কেটিং।
(৫) অ্যাফিলিয়েট মার্কেটিং।
(৬) সোশিয়্যাল মিডিয়া মার্কেটিং।
(৭) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর ওয়ার্ডপ্রেস ব্লগ।
(৮) বেসিক গ্রাফিক্স ডিজাইন।
(৯) ফ্রিলেন্স মার্কেটপ্লেস গাইডলাইন।
(১০) ফ্রিলেন্সিং অন সোশিয়াল মিডিয়া।

সর্টকোর্স - মাত্র ৭ টি ক্লাসে প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখুন
Outsourcing short course

Course fee: 12000 BDT
Now: Only 6000 BDT (Limited time offer)

ডোমেইন - হোস্টিং ম্যানেজমেন্ট: শুধু মাত্র ডোমেইন হোস্টিং সার্ভিস প্রবাইড করে আপনি আউটসোর্সিং শুরু করতে পারেন। আপনি ১ বছরে যদি ১০০০ জন ফিক্সড কাস্টমার হায়ার করতে পারেন তবে প্রতি কাষ্টমারের থেকে বছরে কমপক্ষে ৩০০ টাকা ইনকাম করলে ১০০০x৩০০=৩ লক্ষ টাকা আয় করতে পারেন। সাভার খরচ এবং মার্কেটিং খরচ ৭০/৮০ হাজার টাকার বেশী হবে না। সব বাদ দিয়ে আপনি বছরে ২ লক্ষ ২০ হাজার টাকা আয় করতে পারবেন। যা মাসে ১৮ হাজার টাকার বেশী। ১ জন কাষ্টমারকে ডোমেইন হোস্টিং সার্ভিস দেয়ার জন্য তেমন কিছুই করতে হয় না। সব যদি অটো সেটআপ করা থাকে তবে কাষ্টমার নিজে নিজে অর্ডার করার পর সার্ভার অটো সেটআপ হয়ে যাবে। কাষ্টমার কোন সমস্যায় পড়লে সাপোর্ট দিতে হবে। এজন্য ডোমেইন হোস্টিং ম্যানেজমেন্ট ও ইরর সাপোর্ট বিষয়ে ভাল অভিজ্ঞতা থাকতে হবে। আর আপনি যদি অটো সারভার সেটআপ এ না করে রাখেন তবে সেটা ম্যানুয়ালীও করতে পারেন। প্রফেশনাল কাজের জন্য 

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজমেন্ট: ওয়ার্ডপ্রেস জানা থাকলে আমরা নিজেদের বা আমাদের ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করতে পারব। ওয়েবসাইট তৈরি করতে হলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতেই হবে বিষয়টা তেমন নয়। রেডি কন্টেন্ট ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস দিয়ে বিশ্বের ৬০-৭০% ওয়েবসাইট চলছে। এই কাজগুলো জানা মানে আপনি প্রোগ্রামার না হয়েও ওয়েবসাইট তৈরি করে দেয়ার মত কাজগুলো করতে পারবেন। 

ব্লগিং ফর গুগল এডসেন্স: এডসেন্স পাওয়ার জন্য ইংরেজী জানতেই হবে বিষয়টা তেমন নয়। এডসেন্স বাংলা সাইটেও পাওয়া যায়। যদি ওয়েবসাইটের কন্টেন্ট ইউনিক হয় এবং কমপক্ষে ৬ মাস ব্লগিং করে থাকেন তবে এডসেন্সের জন্য আবেদন করা যাবে। তবে ইংরেজীতে ব্লগিং করতে পারলে সব থেকে ভাল। ভাল ইংরেজী না জেনেও ইংরেজীতে ব্লগিং করা সম্ভব। তাছাড়া কন্টেন্ট না লিখে টুটলস বা স্ক্রীপ্ট ব্যবহার করেও এডসেন্স পাওয়া সম্ভব। এজন্য স্ক্রীপ্ট ক্রয় করতে কিছু টাকা খরচ করতে হবে। কিভাবে সহজে আমরা এই কাজগুলো করতে পারি তাই শিখব এই ধাপে।

ইমেল মার্কেটিং: সেল বাড়ানোর জন্য ইমেলে প্রচারনা করা নতুন কিছু নয়। প্রফেশনালী কাজ করার জন্য প্রয়োজন প্রচুর ইমেল কালেক্ট করা, ইমেল ভেরিফাই করা, ইমেল সেন্ডিং সার্ভার ব্যবহার করে ইমেল সেন্ড করা। এই কাজগুলো জানলে নিজের ব্লগের জন্য যেমন ইমেলে মার্কেটিং করতে পারবেন তেমনী মার্কেটপ্লেসসহ সোশিয়াল মিডিয়ায়ও এই কাজগুলোর বিশাল চাহিদা রয়েছে।

অ্যাফিলিয়েট মার্কেটিং: নিজের কোন প্রডাক্ট না থাকলেও অন্যের প্রডাক্ট নিজের ওয়েবসাইটের মাধ্যমে সেল দিয়ে টাকা আয় করতে পারেন। অ্যাফিলিয়েটের উপর গড়ে উঠেছে বড় বড় মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হবে তাই শিখব ক্লাসের এই অংশে।

সোশিয়্যাল মিডিয়া মার্কেটিং: সোশিয়াল মিডিয়ার সাথে বর্তমান বিশ্বের প্রায় সবাই কোন না কোনভাবে সম্পৃক্ত। এই বিশাল অডিয়েন্সকে কাজে লাগিয়ে নিজের সার্ভিস শুধু সেল দেয়া নয় বরং অ্যাফিলিয়েট প্রডাক্ট সেল দিতে পারেন। কিভাবে সোশিয়াল মিডিয়ায় নিজের একটি ইউনিক আইডেন্টি তৈরি করে অনলাইনে ইনকাম করা যায় তা আমরা এই ধাপে শিখব।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফর ওয়ার্ডপ্রেস ব্লগ: আমরা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব তা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার প্রয়োজন রয়েছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথমদিকে নিয়ে আসতে পারি তবে যেসসব ক্লাইন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন সেসব কাজও করতে পারব। ক্লায়েন্টের কোন কাজ না পেলেও আমরা যদি নিজেদের সাইটের কাজ করে প্রচুর ভিজিটর নিয়ে আসতে পারি তবে আমাদের সাইট থেকে গুগল এড/ অ্যাফিলিয়েন্ট প্রডাক্ট/ নিজেদের সার্ভিস সেল দিয়ে টাকা ইনকাম করতে পারব।

বেসিক গ্রাফিক্স ডিজাইন: বড় ধরনের গ্রাফিক্স ডিজাইন না জেনেও বেসিক কিছু ডিজাইন জেনেও অনলাইনে লগো তৈরি / এড ব্যানার তৈরি ইত্যাদি কাজগুলো করতে পারেন। যদিও প্রফেশনালী কাজ করার জন্য গ্রাফিক্স ডিজাইনে উচ্চতর দক্ষতার প্রয়োজন রয়েছে তবে এই কোর্সে আমাদের টার্গেট থাকবে বেসিক কাজগুলো শিখা। যেন আমরা নিজেরা আমাদের সোশিয়াল মিডিয়ার জন্য লগো / ব্যানার/ পেইজ তৈরি করতে পারি। তাছাড়া আমরা পরবর্তী ধাপে ফ্রিলেন্স মার্কেটপ্লেসে কাজ শিখব। তখন গিগ তৈরি করতে হবে। সেই গিগের ইমেজ তৈরি করা জানতে হবে। এই বিষয়গুলোতে যেন আমাদের কাজ থেমে না থাকে সেজন্য বেসিক গ্রাফিক্স জানা খুবই জরুরী। বেসিক কাজগুলো জানার পর অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে উচ্চতর দক্ষতা নিজে নিজেই নিয়ে নিতে পারব।

ফ্রিলেন্স মার্কেটপ্লেস গাইডলাইন: জনপ্রিয় ফ্রিলেন্স মার্কেটপ্লেসে কিভাবে আপনার শেখা কাজগুলো দিয়ে গিগ তৈরি করতে হয় এবং কাজ পাওয়ার জন্য ও ডলার দেশে নিয়ে আনার পদ্ধতিগুলো শিখব এই ধাপে।

ফ্রিলেন্সিং অন সোশিয়াল মিডিয়া: মার্কেটপ্লেসের বাইরেও ফ্রিল্যান্সিং প্রচুর কাজ রয়েছে সোশিয়াল মিডিয়ায়। এই কাজগুলো কিভাবে পেতে হয় তা আমরা শিখব এই ধাপে। 

প্রশ্ন : মাত্র ৭দিনে কি এই কাজগুলো শেখা সম্ভব?
উত্তর: সম্ভব। ৭ দিনে ২৮ ঘন্টায় আমরা কাজ শিখব। প্রতিটি কাজ সহজে যেন শিখতে পারেন ও মনে রাখা যায় সেজন্য প্রয়োজনীয় টিউটরিয়াল ও গাইডলাইন/নোট দেয়া হবে। তাই কাজ শিখতে কোন অসুবিধা হবে না।

প্রশ্ন: অনলাইনে না কি অফলাইনে কোর্স হবে।
উত্তর: এটি একটি অফলাইন কোর্স। সাপ্তাহে ২দিন অফিসে এসে শিখতে হবে।

প্রশ্ন: এই কাজগুলো শিখে কত টাকা আয় করা সম্ভব?
উত্তর: আপনি যদি আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করেন তবে মাসে ৫ থেকে ৪০ হাজার টাকা বা আরও বেশী আয় করা সম্ভব। যত সময় নিয়ে কাজগুলো অনুশীলন করবেন ততই আয় বাড়বে।

প্রশ্ন: অনলাইনে আয় করার নিশ্চিত কোন মাধ্যম আছে?
উত্তর: নিশ্চিত মাধ্যম আসলে বলা ঠিক না। তবে কিছু পদ্ধতি আছে যাতে প্রথমদিকে কিছু কাজ করে রাখলে আউটপুট বা ইনকাম আসবে তা নিশ্চয়তা দেয়া যায়। আমরা বিক্রয় ডট কমের মত ব্যবসা প্রতিষ্ঠানকে যদি উদারন দেই তবে বলতে পারি তারা এ্কটি সেবা অনলাইনে চালু করে একটি সিসটেম চালু করে রেখেছে বলে এখন তারা প্রতি বিজ্ঞাপন বাবদ টাকা আয় করছে। আপনি হয়ত বলবেন তাদের মত এই বিশাল ইনভেস্ট আপনার নেই । আপনার জন্য কম ইনভেস্টে কি করা যায়? আমি বলব ১০/১২ হাজার টাকার মধ্যে অনলাইন ব্যবসা চালু করা সম্ভব। ৮/১০ হাজার টাকার মধ্যে অনলাইন টুলস / স্ক্রীপ্ট কিনে ডোমেইন হোস্টিং এড করে যদি নিজে নিজে ইমেল মার্কেটিং ও সোশিয়াল মিডিয়া মার্কেটিং করেন ভিজিটর নিয়ে আসেন তবে গুগল এডসেন্স / অ্যাফিলিয়েট সহ আরও অনেকভাবেই টাকা আয় করতে পারেন। আমাদের এই কোর্সটি করে যদি আপনি নিজের জন্য একটি অনলাইন ব্যবসা চালু করে সহজে আয় করতে চান তবে আমরা সবসময় সাপোর্ট দেব।

প্রশ্ন: ইউনিক বা কার্যকরী আইডিয়া কি হতে পারে?
উত্তর: অনেক কিছুই হতে পারে। একটি গেইম অ্যাপ তৈরি করে গুগল এডমোব ব্যবহার করে আয় করতে পারেন। এছাড়াও ডোমেইন রিসার্চ/ কিওয়ার্ড রিসার্চ/ এসইও ইরর রিসার্চ / ইমেল রিসার্চ ইত্যাদি অনেক টুলসই রয়েছে। আমাদের মাধ্যমে কোর্স করলে আমরা বিষয়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব। ফলে সহজেই আপনি ক্যারিয়ার দাড় করাতে পারবেন।

আরও কোন প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন-
+8801929766847 (whatsapp)

IThall
Freelance outsourcing lab
SM market, Robirbazar.