লোনা পানিতে পৃথিবী থই থই, কোথাও নেই কোন স্থান।
ভেঙ্গে গেছে বান, ভেসে গেছে ভিটে বাড়ি ছাদ।
ধুয়ে যাচ্ছে পাপ বয়ে চলা অভিশাপ, মলিন আয়না।
উঠে দাড়াবার নেই কোন উপায়, আছে শুধু কান্না।
অথল থলে হারিয়ে গেছে জীবন, শয়নে মরণ করছে বাস।
তবু হাটি তবু খুজি, যদি তার দেখা পাই কোন মুহুর্তে।
মিশিব তার মাঝে, নিজেকে গড়ে নেব নতুন রুপে।
তার শক্তিতে মহাবীর রুপে আসিব পৃথিবীর গৃহে।
সেদিন চিনিবে মোরে, কত ব্যাথা লুকিয়েছি বাহুতে।
চূর্ণ করে অত্যাচারীর প্রাসাদ, রুপন করিব ছায়াবৃক্ষ।