Iklan

header ads

কুলাউড়ায় পরিবহনে ব্যাবহৃত সিএনজি ও ৫২০ পিস ইয়াবাসহ আটক ৩

কুলাউড়ায় সিএনজি অটোরিকশা তল্লাশি করে ৫২০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সিএনজি

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে পৌর শহরের স্কুলচৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে শুক্রবার (১৪ অক্টোবর) সকালে কারাগারে প্রেরণ করা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বদরুল আহমদ (২৯), মো. রিয়াজ ইসলাম (২৫) ও পারভেজ আহমেদ (৩৪)।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কুলাউড়া থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে একটি সিএনজি অটোরিকশা ইয়াবার বড় একটি চালান নিয়ে যাবে- এমন খবর তাদের কাছে আগে থেকে ছিল। সেই খবরের ভিত্তিতে বিকেলে ডিবি পুলিশের একটি টিম কুলাউড়ার স্কুলচৌমুহনী এলাকায় ওই সিএনজিকে আটকিয়ে গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে তল্লাশি করে।
এ সময় যাত্রীদের কাছে কিছু না পেয়ে ডিবির সদস্যরা সিএনজির ভেতরে তল্লাশির একপর্যায়ে সিএনজির স্টিয়ারিংয়ের পাশের একটি বক্স খুলে দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় ২৬০ পিস করে মোট ৫২০ পিস ইয়াবা উদ্ধারসহ চালক বদরুলকে গ্রেপ্তার করেন।
পরে তাকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যমতে ওই এলাকা থেকে রিয়াজ ও পারভেজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা। ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করেছে ডিবি পুলিশ।