Iklan

header ads

রাত জাগা ব্যথা -মুসাফির মাকিন

 রাত জাগা ব্যথা

রাত জাগা ব্যথা -মুসাফির মাকিন

রাত জাগা ব্যথা শুধায় আমায়, কেমন আছি আজকাল। কষ্টের আগুনে ঘৃতাহুতি দেয় সমাজের হালচাল।
সিক্ত দু'চোখে আপনের খুন দেখছি প্রতিটি পল।
গরিব দেশের ভাগাড়ে আসছে রাজ- শকুনের দল।
হায়নার তাড়া, শিয়ালের ছল, ছুটছে সবাই কোথায়?
ঘর পুড়েছে, ইজ্জতও গেছে, তাই এত হায় হায়!
মানুষ শিকারি নর-পশুরা চারিপাশে সোচ্চার।
কোথায় মেহেদী, কোথায় আজকে কল্কি অবতার?
কত পাপে ভারী হচ্ছে বাতাস প্রতিদিন বহু টন।
টাকার পাল্লায় হাল্কা হচ্ছে প্রতিদিন লোকের জীবন।
মা-বোনের আজ মানহানি হয় তবু মোরা নিশ্চুপ।
আর কত খুনে লাল হলে পরে খুলবে বিবেকের কুলুপ।