Iklan

header ads

হেয়ালী চোখ - ওবায়দুল হক সিপন

হেয়ালী চোখ


এত মায়া চোখে ধরেছে যে মেয়ে

নারী সে মেয়ে নয় যেন প্রজাপতি!

মৃদু বাতাস যদি এসে লাগে পালকে

উড়ে যাবে সাত রংঙের ডানা মেলে।


পান তৃষ্ণায় ভ্রমরের গুনগুন গান

এখন কানে বাজে প্রতিক্ষণ।

মায়া চোখে অসীম দিঘী টলটল,

যেন হারিয়েছি এক পলকের দেখায়।


বলে দেয় একবার চুপিচুপি এসে,

কোথায় রাখি চুরি করা সে তোমাকে।

লুকিয়ে রেখেছি তাই তো হৃদয়ে,

একটু একটু করে প্রতিদিন দেখব বলে।


বর্ষার কোন এক অশান্ত ক্ষণে তুমি

ভালবাসার চাদর গায়ে মায়া ঝরাও!

আমি আজলা ভরে দুহাতে ধরে

আমার চোখে মুখে মাখাই তোমাকে।


আমার শিরায় শিরায় রক্তের কনায়

তুমিই করছ খেলা আপন খেয়ালে!

এই হেয়ালী আরো কিছুকাল রয়ে

বয়ে যাব তোমায় জীবনের অপারে।