শুধু ওয়েবসাইট ডেভেলাপ করতে জানলেই ওয়েব ডেভেলাপার হওয়া যায় না। নাম মাত্র ওয়েবসাইট তৈরি করিয়ে পরে হ্যাকারদের হাতে ওয়েবসাইট তুলে দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। কিংবা পাইরেটেড স্ক্রীপট কপি পেসট করে আপনাকে হয়ত একটি ওয়েবসাইট ধরিয়ে দিবে যা কিছু দিন পর নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই ওয়েবসাইট তৈরি করার আগে সত্যিকারের একটি ওয়েব ডেভেলাপার কোম্পানীকে নির্বাচন করতে ভুল যেন না হয়।
আইটিহল ২০০৮ সাল থেকে ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলাপমেন্টসহ অনলাইন ভিত্তিক আরও অসংখ্য সেবা দিয়ে আসছে। আমাদের সার্ভিসগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় সার্ভিস হচ্ছে -
১। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট :
যেকোন কোম্পানী / ব্যবসা কিংবা ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা মাত্র ৩ হাজার থেকে শুরু করে ওয়েবসাইটের ফিচার ও প্রোগ্রামিং সিসটেম ভেদে কয়েক লাখ টাকার ওয়েবসাইট তৈরি করার অভিজ্ঞতা রয়েছে।
২। গ্রাফিক্স ডিজাইন:
লগো ডিজাইন, বিজ্ঞাপন ব্যানার ডিজাইনসহ যেকোন ধরনের গ্রাফিক্স ডিজাইন কাজ করার প্রয়োজন হয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। যেকোন ধরনের ফটো এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনের যেকোন কাজ আমরা নায্য মূল্যে প্রবাইড করছি।
৩। ডিজিটাল মার্কেটিং:
আপনার ওয়েবসাইটের এসইও করা থেকে শুরু করে ইমেল মার্কেটিং, সোশিয়াল মিডিয়া মার্কেটিংসহ সকল প্রকার ডিজিটাল মিডিয়া মার্কেটিং কাজ প্রবাইড করছি। আপনার ওয়েবসাইটকে আপনার কীওয়ার্ডের ভেলু অনুযায়ী মাসে ৩৫০০ টাকার ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ৩৫/৪০ হাজার টাকার প্যাকেজে আমরা কাজ করে থাকি। এছাড়াও ফেইসবুক বুস্টিংসহ অনলাইনে যেকোন পেমেন্ট সংক্রান্ত জটিলতায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
৪। ডোমেইন - হোস্টিং:
আপনার ওয়েবসাইট তৈরি করতে ডোমেইন হোস্টিংসহ ওয়েব সার্ভারের যেকোন ট্রাবলস সলিউশন দেয়াসহ যেকোন ধরনের ওয়েব বেইস সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
৫। গুগল এডসেন্স:
অনলাইনে আয় করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স। আমরা আপনার জন্য ওয়েবসাইট তৈরি থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং এবং এডসেন্স পাওয়ার আগ পর্যন্ত সকল সেবা দিয়ে থাকি।
যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বরে 8801929766847