Iklan

header ads

মাইক্রোফ্রিল্যান্সিং কাজ করেও আয় করতে পারেন হাজার ডলার ভিডিও প্রমাণসহ

আসসালামু আলাইকুম, আইটিহল এর পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। খুব শিঘ্রই আমরা নতুন একটি ফ্রিল্যান্স আউটসোর্সিং ব্যাচ চালু করছি। সন্ধাকালীন এই ব্যাচে মূলত আমরা ফ্রিল্যান্স আউটসোর্সিং –এর মাইক্রো ফ্রিল্যান্সিং বিষয়ে শিখব।

মাইক্রোফ্রিল্যান্সিং কাজ করেও আয় করতে পারেন হাজার ডলার ভিডিও প্রমাণসহ

মাইক্রো ফ্রিল্যান্সিং হচ্ছে – ছোট ছোট প্রজেক্টের কাজ করে ফ্রিল্যান্সিং করা। অন্যান্য পেশার পাশাপাশি এই কাজগুলো করে বাড়তি কিছু ইনকাম করতে পারেন। ছোট ছোট প্রজেক্টে প্রচুর কাজ অনলাইনে পাওয়া যায়। মাত্র ১ ডলার থেকে ৫ ডলারের মধ্যে কাজ করে ক্লায়েন্ট হায়ার করাই মাইক্রো ফ্রিল্যান্সিং এর প্রধান টার্গেট।



মাইক্রো ফ্রিল্যান্সিং কাজের সুবিধা হচ্ছে আপনি প্রতিনিয়ত কিছু কাজ করতে পারবেন। কাজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। প্রয়োজনে ১ সেন্ট ২ সেন্ট এর কাজ করেও মাস শেষে বেশ কিছু টাকা ইনকাম করা সম্ভব।

মাইক্রোফ্রিল্যান্সিং কাজ করার আরও একটি সুবিধা হল, ছোট ছোট প্রজেক্টে কাজ করে আমরা ক্লায়েন্টের সাথে সহজেই একটি ভাল সম্পর্ক গড়ে তুলতে পারি। পরবর্তীতে বড় প্রজেক্টে কাজ পাওয়ার জন্য এই মাইক্রো ফ্রিল্যান্সিং এ কাজ করা আপনার জন্য খুলে দিলে পারে সম্ভাবনার দোয়ার।

আসুন আমরা দেখে নেই মাইক্রো ফ্রিল্যান্সিং করার জন্য আমরা কোন কোন মার্কেট প্লেসে কাজ করব?

Fiverr, Fourerr, Zeerk, SEOclerk, pph , microworkers, ysense, jobboy, microspace, onespace, Gigbucks, Neevo, Hive micro, Slicethepic, Mturk, FeildAgent, Clickworker, Rapidworkers, Rev, trymyui, Easyshift, Crowdtap, Appjobber, usertesting, TaskRabbit, smartcrowdLionbridge, Scribie, Hivemicro, Inboxdollars, Remotasks, swagbucks, sproutgigs , Respondent, upclerksanytask , truelancer , paidwork etc. 

এই মার্কেটপ্লেসগুলোতে প্রতিনিয়ত কিছু না কিছু কাজ করার সুযোগ আছে। আমরা প্রায় ৩৫ টি মাইক্রো ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং প্যাকটিক্যালী কাজ করা দেখিয়ে দেব। ৩ মাসের কোর্স চলাকালীন সময়ে আপনি কাজ করতে পারবেন এবং টাকা আয় করতে পারবেন। আমরা ছোট ছোট ৫০ টি কাজে আপনাকে পারদর্শি করে তুলব।

মনে হতে পারে, মাইক্রো ফ্রিল্যান্সিং কাজ করে কতই বা আর আয় করা সম্ভব? তাই আমি আমার একটি মাইক্রোফ্রিল্যান্সিং সাইটের কাজের রেভিনিউ আপনাদের সামনে প্রমাণ হিসেবে শো করছি।

আসলে ছোট ছোট প্রজেক্টে কাজ করেও অনেক ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিংকে প্রফেশন হিসেবে ফুল টাইম কাজ করছেন।

ভর্তি হতে ইচ্ছুকদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ।