Iklan

header ads

২ডি ৩ডি অ্যানিমেশন কেন শিখবেন - কোথায় শিখবেন?

২ডি / ৩ডি অ্যানিমেশন কেন শিখবেন - এই প্রশ্নের উত্তরে আমরা শুধু বলব, আপনি যদি দ্রুত নিজেকে অনলাইন দুনিয়ায় রিপ্রেজেন্ট করতে চান তবে অ্যানিশেন দুনিয়ায় প্রবেশ করা ছাড়া অন্য কোন বিকল্প নেই। আপনি যে কাজই করেন না কেন যদি চান আপনার অডিয়েন্স দ্রুত প্রসারিত হোক তবে ভিডিও এডিটিং /এনিমেশন এসব কাজে আপনাকে পারদর্শি হতেই হবে।

সর্ট অ্যানিমেশন

আইটিহল এ শিখলে যেসকল সুবিধা পাবেন -
১। মাত্র ৩ মাসে শিখতে পারবেন - সাপ্তাহে ৩দিন ক্লাস - ৩ ঘন্টা করে প্রতি ক্লাস।
২। যাদের ইউটিউব চ্যানেল আছে তারা চ্যানেলের জন্য ভিডিও বানাতে পারবেন।
৩। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন মার্কেটপ্লেসেও রয়েছে ব্যাপক চাহিদা।
৪। অ্যানিমেটেড এড বানাতে পারবেন -  মার্কেটে এর ব্যাপক ভেল্যু রয়েছে।
৫। জব সেক্টরে বাড়তি যোগ্যতা দেখাতে পারবেন- সর্ট ফ্লিম মেকার হিসেবে কাজ করতে পারবেন।
৬। অন্য প্রফেশনের তুলনায় মার্কেটে চাহিদা রয়েছে অনেক - দ্রুত অডিয়েন্স বড় করতে পারবেন।। 
৭। বেসিক গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং কোর্সে মধ্যেই ইনক্লুড করা আছে। গ্রাফিকস ডিজাইনার ও ভিডিও এডিটিং কাজের জন্য আলাদা কোর্স করার প্রয়োজন নেই। 

কি কি সফটওয়্যারে শেখানো হবে?
এডবি ফটোশপ, এডবি ইলাস্ট্রেটর, ক্যাম টাসিয়া, এডবি ফ্লাস অ্যানিমেশন, অটোক্যাড সহ আরও অনেক টুলস ও সফটওয়্যারে দক্ষতা অর্জন করতে পারবেন।

পিসি কনফিগারেশন- অবশ্যই প্যাকটিস করার জন্য কমপক্ষে ৪ জিবি রেম ও কোর আই ৩ পিসি লাগবে। 


যে ধরনের ভিডিও বানাতে পারবেন তার নমুনা / উদাহরণ এখানে দেখুন - সর্ট অ্যানিমেশন


আইটিহল 
এসএম মার্কেট,  রবিরবাজার।
যোগাযোগ - WhatsApp +8801929766847