Iklan

header ads

মার্কেটিং অফিসার হিসেবে কাজ শুরু করুন আইটিহল -এ

সুখবর!!! আমাদের প্রতিষ্ঠানকে প্রমোট বা প্রচার করার মাধ্যমে আয় করতে পারবেন। কোর্স ও সার্ভিস ভেদে ৫% থেকে ৩০% পর্যন্ত কমিশনে আয় করতে পারেন। প্রথমে অস্থায়ী ভিত্তিতে কাজ করতে হবে। আমাদের অফিসে বসে বা আপনি আপনার বাড়িতে থেকেও কাজ করতে পারেন। অস্খায়ী নিয়োগ কালীন সময়ে আপনি শুধু আপনার সেল থেকে কমিশন আয় করবেন। নিয়োগ স্থায়ী হওয়ার পর আমাদের বেতনধারী কর্মচারী হিসেবে কাজ করতে পারেন।

মার্কেটিং অফিসার

ফ্রি প্রশিক্ষণ - মার্কেটিং অফিসার হিসেবে আপনার কাজগুলো ফ্রি প্রশিক্ষণ দেয়া হবে। ছাত্রছাত্রী কিংবা বেকার শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে আমাদের অফিসে কিংবা নিজ বাসায় থেকে কাজ করতে পারবেন।


অস্থায়ী নিয়োগের সময় যা করতে হবে -  হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেইসবুক গ্রুপ / পেজ তৈরি করে আপনার পরিচিতদের ইনভাইট করতে হবে। আপনার গ্রুপে আমাকে এডমিন হিসেবে রাখতে হবে। আপনার কাজ হল আপনার পরিচিতদের ইনভাইট করা ও আমাদের বিভিন্ন অফার সম্পর্কে তাদের সাথে আলাপ করা। যদি কোন কিছু তে আমার রিপ্লাই দেয়ার প্রয়োজন হয় তবে সেই প্রশ্নে আমি রিপ্লাই করব। আপনার অডিয়েন্স থেকে যারা আইটিহল এর সার্ভিস নিবে তাদের থেকে আয়ের কমিশন আপনি পাবেন। যেহেতু আপনার গ্রুপ এবং আপনি এডমিন তাই কেউ কোন সার্ভিস নিলে তা আপনি দেখতে পারবেন।

স্থায়ী নিয়োগ - আপনাদের মধ্য থেকে যে বেশি পারফরম্যান্স দেখাতে পারবে তাকে আমাদের প্রতিষ্ঠানে স্থায়ী নিয়োগ দেয়া হবে মাসিক বেতনের মাধ্যমে। 

বিশেষ অফার - কমপক্ষে ৩ মাস যারা মার্কেটিং কাজ করবেন তাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স করার সুযোগ দেয়া হবে। 

আইটিহল এর মার্কেটিং অফিসার হিসেবে কাজের সনদ দেয়া হবে এবং আইডি প্রদান করা হবে। 

কোন কিছু জানার থাকলে আমাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন। আইটিহল এর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। 

ওবায়দুল হক 
আইটিহল 
এসএম মার্কেট, রবিরবাজার। 
হোয়াটসঅ্যাপঃ 01929766847