আসন্ন ৭ই ডিসেম্বর রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আপনাদের সবার প্রিয়, আস্থাভাজন, নিরঅহংকার, সৎ ব্যাক্তিত্ব, শ্রদ্বেয় আব্দুল মন্নাফ সাহেব সভাপতি পদে প্রার্থিতা ঘোষনা করেছেন।
কুলাউড়ানিউজ.কমকে দেয়া এক সাক্ষাতকারে, গরুগাড়ি মার্কায় সম্মানিত ব্যবসায়ী ভাই ও বন্ধুগনদের নিকট ভোট ও দোয়া চেয়েছেন। এসময় তিনি বলেন, "দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ব্যবসায়ীদের কল্যাণে সব সময় কাজ করে যাব। রবিরবাজারের দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে অত্যতম হল যানজট নিরসন করা, জলাবদ্ধতা দূর করা, বাজারের রাস্তাগুলো পরিছন্ন রাখাসহ ব্যাবসায়ী ভাইদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। ইনশাল্লাহ নির্বাচিত হয়ে ব্যবাসায়ীদের কল্যাণে কাজ করে যাব।"