গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এমন এক প্রফেশন যার চাহিদা সারা বিশ্বেই রয়েছে। গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনি যেমন নিজের শপ বা বিজনেসে কাজ করতে পারেন অপর দিকে চাকরির বাজারের নিজের আলাদা একটি ফিল্ড তৈরি হবে। প্রেসের কাজে বা ফটোগ্রাফির শপে কিংবা সাধারন কম্পিউটার শপেও কাজের সুযোগ সৃষ্টি হবে।
এখানেই শেষ নয়। আমরা বলি, আপনি বিশ্বের যেকোন প্রান্তে থাকুন না কেন, কাজ করার জন্য অনেক শপ পাবেন যারা আপনার মত যোগ্য কর্মীর সন্ধানে রয়েছে। আপনি ফেইসবুকে গ্রাফিক্স ডিজাইনের উপর বড় বড় গ্রুপগুলো রিসার্চ করে দেখুন তাহলে নিজেই বুঝতে পারবেন চাকরীর বাজারে যোগ্য গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা কেমন।
তারচেয়েও বড় বিষয় হচ্ছে, আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। আপনি লগো ডিজাইনার, ব্যানার ডিজাইনার, এড ক্যাম্পেইন ডিজাইনার, লিফলেট ডিজাইনার, ফ্লাইয়ার ডিজাইনার, বিজনেস কার্ড ডিজাইনার, বিযের কার্ড ডিজাইনার, টিশার্ট ডিজাইনারসহ আরও অনেক কাজে আপনার যোগ্যতা দেখানোর সুযোগ পাবেন।
একটি আকর্ষণীয় ডিজাইন প্রডাক্টের ব্যান্ডিং করে না শুধু বরং বাড়িয়ে দেয় সেলস। তাই ক্রিয়েটিভ ডিজাইনারদের চাহিদা সব সময়ই থাকবে। আপনি যদি ফ্রিলান্সার হয়ে থাকেন তবে সুন্দর একটি গিগ ইমেজ তৈরি করতে গ্রাফিক্স ডিজাইন দক্ষতা দিবে বাড়তি সৌন্দর্য।
কত দিনের কোর্স?
বেসিক ৩ মাস ও এডভান্স কোর্স ৬ মাস। চাকরিজীবীদের জন্য সন্ধাকালীন ব্যাচ শুরু হবে। শুধুমাত্র শুক্র ও শনিবার ৪ ঘন্টা করে।
যোগাযোগ
আইটিহল, এসএম মার্কেট।
রবিরবাজার।
হোয়াটসঅ্যাপ ০১৯২৯৭৬৬৮৪৭