এইচএসসির ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার সারাদেশে ২৩ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনই এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিচ্ছিলেন। আর আলিমের আরবি প্রথম পত্র পরীক্ষা দেয়ার সময় বাকি ৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। দ্বিতীয় দিনে এইচএসসি ও সমমানে ২১ হাজার ৪৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার সারাদেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র ও আলিমের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এদিন কারিগরি শিক্ষা বোর্ডের বিএম-বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের কোনো পরীক্ষা ছিলো না।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯ লাখ ৫৮ হাজার ৮১৫ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৪২ হাজার ৮৩৯ জন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৭৬ জন। জানা গেছে, ঢাকা বোর্ডের ৩ হাজার ৫৪০ জন, রাজশাহী বোর্ডের ২ হাজার ২৮২ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৮৩৮ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৬৫ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬৭১ জন, সিলেট বোর্ডের ৯৬১ জন, বরিশাল বোর্ডের ৯৮৬ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৮৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৮৭২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।
এদিনের এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ জন, রাজশাহী বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ৪ জন, যশোর বোর্ডের ৩ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন, সিলেট বোর্ডের ১ জন ও বরিশাল বোর্ডের ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হন। মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র পরীক্ষায় ৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। সকাল ১১টা থেকে দুপুরে একটা পর্যন্ত চলা এ পরীক্ষায় সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে ৮৫ হাজার ১৬৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮০ হাজার ৯৯ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থী।
আগামী বৃহস্পতিবার এইচএসসির ইংরেজি প্রথম পত্র, আলিমের বাংলা প্রথম পত্র, এইচএসসি ভোকেশনাল ও বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি-২ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।