এম্বর হার্ডকে পৃথিবীর নিখুত চেহারার নারী বলা হয়। জনি ডেপের স্ত্রী থাকাকালীন তিনি এলন মাক্সের বান্ধবী ছিলেন। এলন মাক্স টুইটার কিনে সাবেক প্রেমিকার টুইটার একাউন্ট গায়েব করে দেন। বিষয়টিকে সবাই হাস্যকর একই দিকে রহস্যময় প্রতিশোধ হিসেবে দেখছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় ঘটনাটি। সবাই বলছেন, প্রতিশোধ যদি নিতে চাও তবে নিজের সাফল্য দিয়ে প্রতিশোধ নাও।