Iklan

header ads

ওয়াল্ড ক্লাস প্রশিক্ষন পাচ্ছেন কুলাউড়া উপজেলার রবিরবাজারের আইটিহল প্রতিষ্ঠানে

শিক্ষাকে আমরা কখনোই বাণিজ্যিকরণ করার পক্ষে নই। তাই বিগত ৫ বছর যাবত আইটিহল কোন ধরনের নিশ্চিত আয়ের প্যাকেজ চালু করে নি। আমরা যখন কোন স্কুলে ভর্তি হই তখন চাকরির নিশ্চিয়তা নিয়ে ভর্তি হই না। যে স্কুলে লেখাপড়ার মান ভাল সে স্কুলে ভর্তি হই। আবার একই স্কুল থেকে পাশ করে কেউ সচিব হয় কেউ শিক্ষক হয় কেউ ডাক্তার হয়। কেউ লাখ টাকা কামায় আবার কেউ হাজার টাকাও আয় করতে পারে না। তাই আমরা বলি ইনকাম কত টাকা করতে পারবেন তা নির্ভর করে আপনি কতটা মেধাবী, কতটা পরিশ্রমী তার উপর। যারা এরকম অফার দেয় তা কতটা সত্য একটু শান্ত মাথায় চিন্তা করলেই উত্তর পেয়ে যাবেন। মূলত কিছু (ব্যবসা) প্রতিষ্ঠান টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা শুনিয়ে টাকা আয়ের ধান্দা করে।

আইটিহল

আমাদের প্রতিষ্ঠানে কোন কোর্স করার পর আপনি যদি দিন রাত লেগে না থাকেন তাহলে কেমনে আয় করবেন? আবার কাজ পাওয়ার পর সঠিক সময়ে সঠিকভাবে কাজটি করে দিচ্ছেন কি না সেটাও দেখতে হবে। কাজের প্রতি আপনার ভাল লাগা আর একাগ্রতা থাকা জরুরি।  পাশাপাশি কাজটি আপনি কতটা ক্রিয়েটিভ ওয়েতে করছেন সেটাও দেখতে হবে। শুধু কাজ জানলেই হয় না, ক্লায়েন্টকে ইমপ্রেস করতে হয় নিজ দক্ষতার মাধ্যমে। তাই কাজ শিখে যদি ইনোভেটিব মেধার প্রয়োগ করতে পারেন তবে আপনার জন্য আয়ের নিশ্চয়তার কোন প্যাকেজের প্রয়োজন নেই। যার নিজ মেধার প্রতি বিশ্বাস দুর্বল তারই চাই নিশ্চিত আয়ের প্যাকেজ।

আমরা দেখি সিলেট / ঢাকায় কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি নিশ্চিত আয়ের গ্যারান্টি দিচ্ছেন।  কোর্সে ভর্তি হলেই প্রথম মাস থেকে আয়! বিশেষ করে ইউটিউব / ফেইসবুকে অফারের ছড়াছড়ি। কোনটা বাদ দিয়ে কোনটা ধরবেন সেই সিদ্ধান্তও নেয়া কঠিন। এখানে একটি শুভংকরের ফাঁকি আছে। আপনি কোর্সে ভর্তি হলেন, কোর্স চলাকালীন তারা আপনাকে কিছু ফেইক কাজ দেখিয়ে দিল। কোর্স শেষে আপনি আর অর্ডার পাচ্ছেন না। তাহলে কি হল? আসলে আমরা যেমন আয়ের নিশ্চয়তা চাই তাই কিছু অসাধু প্রতিষ্ঠান আমাদের দুর্বল চিন্তার ফায়দায় ফাঁদ পেতে আমাদের ধোঁকা দেয়। নিজ মেধার প্রতি বিশ্বাস রেখে কাজ শিখুন আর কাজ করুন। কাজ যে জানে সে কি আর না খেয়ে মরে? আইটিহল আপনাকে দিবে কাজ শেখার নিশ্চয়তা। আপনার মেধা অনুযায়ী সঠিক কোর্সটি বেঁচে নেয়ার স্বাধীনতা। আর যে ডেডিকেটেড তাকে আযের নিশ্চিতা দেয়াই যায়। যার লক্ষ্য স্থির, তাকে আযের নিশ্চিতা দেয়ার প্রয়োজন নেই। সে নিশ্চিতা চায় না, সে চায় সুযোগ। 

কেন আইটিহল এ ভর্তি হবেন?
১। প্রফেশনাল কোর্সগুলো আমাদের প্রতিষ্ঠানে করার সুযোগ আছে।
২। হাই প্রফেশনাল টিচারের মাধ্যমে ক্লাস নেয়া হয়।
৩। কোর্স শেষে প্যাকটিকেল কাজ করার সুযোগ।
৪। ছোট ব্যাচে ক্লাস করার সুযোগ।
৫। চাকরীজীবীদের বিশেষ ব্যাচ - শুক্র ও শনিবার ৪ ঘন্টা করে। 
৬। প্যাকটিক্যাল কাজের ভিত্তিতে চাকরী প্রার্থীদের জন্য অভিজ্ঞতার সনদ।

যেসকল কোর্সে ভর্তির সুযোগ রয়েছে-
১। ফ্রিল্যান্স আউটসোর্সিং বা অনলাইনে আয়।
২। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট।
৩। পি.এইচ.পি. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
৪। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এন্ড ডেভেলাপমেন্ট।
৫। ওয়ার্ডপ্রেস থীম এন্ড প্লানইন ডেভেলাপমেন্ট।
৬। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন।
৭। মালটিমিডিয়া ভিডিও এডিটিং।
৮। প্রফেশনাল অ্যানিমেশন।
৯। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং।
১০।প্রফেশনাল অ্যাফিলিয়েট মার্কেটিং।
১১।প্রফেশনাল ইমেল মার্কেটিং।
১২। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
---- এছাড়াও আরও কিছু সর্ট কোর্সের সুযোগ রয়েছে। সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন।

যোগাযোগ 
আইটিহল, 
এসএম মার্কেট, রবিরবাজার। 
হোয়াটস অ্যাপঃ  01929766847