Iklan

header ads

সহজে বিকল্প আয়ের রাস্তা অনুসন্ধানকারীদের জন্য - গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া ওয়েবসাইট

আপনি অন্যান্য কাজের পাশাপাশি বিকল্প আয়ের রাস্তা খুজছেন? বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত। কোর্স করার সময় নেই কিংবা ফ্রিল্যান্সার হিসেবে কাজের যথেষ্ট সময় নেই। চাকরি করছেন কিংবা লেখাপড়ার পাশাপাশি অল্প সময় ইনভেস্ট করে আয় করতে চান, তাদের জন্য এই সুযোগ। এটা নিশ্চিত আয়ের কোন অফার নয় বরং আমাদের একটি সার্ভিস নিয়ে আয় করার সুযোগ। 

গুগল এডসেন্স

আমরা জানি গুগল এডসেন্স পেতে হলে যে সিস্টেম আপনাকে ফলো করতে হবে তার মধ্যে অন্যতম একটি হল গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া ওয়েবসাইট। গুগল এডসেন্স পেতে হলে আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে এবং ব্লগিং ও এসইও করতে হবে। অথবা মোবাইল অ্যাপ তৈরি করে প্লেস্টোরে পাবলিশ করে গুগলের সকল প্রাইভেসি পলিসি ও নীতিমালা অনুসরন করে আয় করতে পারবেন।

আমরা মাত্র ১২ হাজার টাকায় এই সার্ভিসটি দিচ্ছি। আপনার নামে একটি ওয়েবসাইট তৈরি করে এবং মোবাইল অ্যাপ তৈরি করে গুগল এডসেন্স পাওয়ার ব্যবস্থা করে দেব। এডসেন্স পেতে হলে যা যা করতে হয় সবই আমরা ব্যবস্থা করে দেব। এডসেন্স পাওযার পর আমাদের দেয়া গাইডলাইন অনুসরন করে চললে আপনার মেধার ভিত্তিতে মাসে ১০০ ডলার + আয় করা খুব কঠিন হবে না। এই কাজগুলো আপনি আপনার চাকরি বা কাজের অবসরে করতে পারবেন।  এই জন্য হাই কনফিগারেশন কম্পিউটারের প্রয়োজন নেই। আপনার মোবাইল দিয়েও আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। এডসেন্স পাওয়ার পর আমরা এক ঘন্টার একটি ওয়ার্কশপ করব তাতে আপনার জন্য পরবর্তী গাইডলাইন দেয়া হবে। 

কি করতে হবে? 
আপনি ১৮+ হতে হবে এবং একটি এনআইডি কার্ড থাকতে হবে। আমাদের সাথে এনআইডি কার্ডসহ যোগাযোগ করতে হবে তাহলে আপনার নাম ও ঠিকানা অনুযায়ী আমরা এডসেন্স তৈরি করে দেব। 

আপনি যা যা পাচ্ছেন - 
১। একটি ওয়েবসাইট। 
২। একটি মোবাইল অ্যাপ।
৩। একটি এডসেন্স।

পেমেন্ট পলিসি - ২ হাজার টাকা অগ্রীম দিয়ে সার্ভিসটির জন্য আমাদের কাজ দিতে হবে। এই দুই হাজার টাকা আমরা ওয়েবসাইট তৈরির কাজে খরচ করব। তাই এই টাকা অফেরতযোগ্য। কেননা, এটা আমরা ডোমেইন হোস্টিং বাবদ খরচ করব। আমরা এডসেন্স পাওয়ার পর আপনাকে জানাব তখন বাকি ১০ হাজার টাকা আমাদের সার্ভিস ফি দিতে হবে। প্রতি বছর ২ হাজার টাকা দিয়ে ডোমেইন হোস্টিং রিনিউ করতে হবে। ডলারের রেট অনুযায়ী টাকার পরিমান কম বেশি হতে পারে। 

কত টাকা আয় হবে মাসে?
আমাদের গাইড লাইন যত ফলো করবেন আয় তত বেশি হবে। আমরা ধারণা করতে পারি তা মাসে ১০০ ডলারের বেশি হবে।

কত সময় লাগবে?
গুগলের সকল পলিসি অনুসরন করে কাজ করতে হয় তাই ১ মাস থেকে ৬ মাস সময় লাগবে।