Iklan

header ads

ডিজিটাল মার্কেটিং এ সম্ভাবনা ও অর্থনৈতিক মান্দা ২০২৩

সামনে আসছে বিশাল অর্থনৈতিক মান্দা। এই সময়ে ডিজিটাল মার্কেটিং কোর্স করা আপনার জন্য কতটা যুক্তিক হবে? আসুন আজকের আমরা ডিজিটাল মার্কেটিং এ সম্ভাবনা ও অর্থনৈতিক মান্দা ২০২৩ মোকাবেলায় করণীয় নিয়ে একটু আলোচনা করি।

ডিজিটাল মার্কেটিং সব সময়ই একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আমরা জেনে আসছি। বিশেষ করে অনলাইন মার্কেটের সম্প্রসারণের সাথে সাথে এই সেক্টরে চাহিদার রেটিং আকাশ চুম্বি। কিন্তু আমাদের মূল আলোচনা হচ্ছে অর্থনৈতিক মান্দাকালীন সময়ে এই সেক্টরে চাহিদা কি থাকবে? 

 আসলে কোন কিছুই নিশ্চিত বলা সম্ভব না তবে আমরা যদি পরিস্থিতি পর্যালোচনা করি তবে ধারনা করতে পারি অনেক কোম্পানি ব্যায় কমানোর জন্য প্রচুর কর্মী চাটাই করবে। কেননা তারা যখন দেখবে ইন্টারনেটের মাধ্যমে যে কাজগুলো করিয়ে নেয়া যাচ্ছে সে জায়গায় কোন কর্মীকে বেতন দিয়ে রাখার প্রয়োজন নেই। তাই ফিজিক্যালী মানুষ জবলেস হবে আবার ভার্চ্যুয়ালী চাহিদা বাড়বে।

ছোট ছোট প্রতিষ্ঠানগুলো ঠিকে থাকার জন্য অনলাইনে মার্কেটিং ছাড়া অন্য কোন বিকল্প থাকবে না। নতুন উদ্যগক্তারা কর্মী নিয়োগের পরিবর্তে ফ্রিল্যান্সারদের হায়ার করে কাজ করাবে। 

মার্কেটে চাহিদা যেমন বাড়বে তেমনি কম্পিটিশন বাড়বে তাই কাজের রেট কমবে। আবার যারা নিজেদের অবস্থান শক্ত করতে পারবেন, নিজের সার্ভিসের ব্র্যান্ড ভেলু তৈরি করতে পারবেন তারা রেট বেশি দিয়েও সার্ভিস সেল দিতে পারবেন।

এখানে একটি মজার বিষয় হচ্ছে, কোন ক্লায়েন্টের কাজ ছাড়াও একজন ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল নিজে কিছু প্লাটফর্ম তৈরী করে নিজেই একটি অনলাইন ব্যবসা করতে পারেন। যেমন ব্লগিং, ইউটিউবিং, ইমেল মার্কেটিং সার্ভার, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের ওয়েবসাইটের এসইও ইত্যাদি কাজ করে নিজেই একটি অনলাইন আর্নিং সোর্স ক্রিয়েট করে নিতে পারেন।

ডিজিটাল মার্কেটিং

অনলাইন বিজনেস প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। চাহিদা যেমন বাড়ছে তেমন প্রতিযোগিতা বাড়ছে। তবে এটি এমন এক সেক্টর যার চাহিদা কোন সময় নাই হয়ে যাবার সম্ভাবনা নাই। অন্যের কাজ না পেলে নিজের জন্যও কাজ করে একটি ওয়েবসাইটকে ভেলুএবল করে সেল দিতে পারেন। মানে এই কাজ শিখে বেকার থাকার সুযোগ নাই। যেই কাজই করবেন তারই ভেলু বাড়বে।

দ্রুত সম্প্রসারিত হচ্ছে এই মার্কেটে তাই যত আগে নিজেকে গড়বেন ততই এগিয়ে থাকবেন। 

তবে মনে রাখবেন, সঠিক একটি প্রতিষ্ঠান থেকে উপযুক্ত গাইডলাইন না পেলে সফলতা আসতে দেরি হতে পারে। আপনারা অবশ্যই একটি দক্ষ প্রতিষ্ঠান বেচে নিবেন যাদের রয়েছে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা।