কুলাউড়ায় হাবিবুর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৫ মে) উপজেলার কর্মধা ইউনিয়নের কাঁঠালতলি বাজারে তার অস্থায়ী চেম্বারে এক রোগী চিকিৎসা করাতে গিয়ে সন্দেহ হলে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে ওই ডাক্তারের আসল পরিচয়। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় তিনি পালিয়ে যান।
আটক ভুয়া ডাক্তার হাবিবুর কিশোরগঞ্জের বাসিন্দা। এর আগেও তিনি একই এলাকায় ভুয়া চিকিৎসা দিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ।
জানা যায়, মাত্র ১০ মিনিটে নাকের পলিপাসের চিকিৎসা দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে প্রতি শুক্রবার তিনি কাঁঠালতলি বাজারস্থ তার অস্থায়ী চেম্বারে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছেন। শুক্রবার সকালে কর্মধার দিঘলকান্দি গ্রামের কামরুজ্জামান মামুন তার নিজ আত্মীয়কে চিকিৎসা করাতে গিয়ে সন্দেহ হলে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে তার আসল পরিচয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। আটকের সময় মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি লাইভ করলে মুহূর্তের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা জানান, কাঁঠালতলি বাজারের স্থানীয় ব্যবসায়ী সোহাগ মিয়া ভুয়া এ ডাক্তারকে অপচিকিৎসার সুযোগ করে দিয়েছেন। ঘটনার সময় কামরুজ্জামান মামুনের উপর চড়াও হয় তার সহযোগীরা। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ভুয়া ডাক্তার হাবিবুর রহমান পালিয়ে যান।
এ ব্যাপারে ভুয়া ডাক্তার হাবিবুর রহমান মুঠোফোনে সময় কুলাউড়াকে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের চিকিৎসা দিয়ে আসছেন। রোগীদের কাছ থেকে জনপ্রতি ১ থেকে ২ হাজার টাকা তিনি ফি নেন বলেও জানান।
কর্মধা ইউনিয়নের ইউপি সদস্য দরছ মিয়া সময় কুলাউড়াকে বলেন, এর আগেও ভুয়া এ ডাক্তার অপচিকিৎসা দিয়ে আসছিল। শুক্রবার সকালে রোগীর সাথে ঝামেলা হওয়ায় তিনি পালিয়ে গেছেন।