Iklan

header ads

আসুন জেনে নেই, কিভাবে ইভিএম মেশিনে ভোট দিতে হয়

কুলাউড়া উপজেলায় প্রথমবারের মত ইভিএম মেশিনের মাধ্যমে ভোট নেয়া হবে। আগামী ২৫শে মে, বৃহষ্পতিবার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ের ৬নং ওয়াডের ভোট ইভিএম প্রদ্ধতি নেয়া হবে। এদিকে নতুন পুরাতনসহ বয়ষ্ক ভোটারদের মধ্যে এই নিয়ে কিছুটা কৌতুহল রয়েছে। আসুন জেনে নেই , কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে হবে।



উপরের ছবির মত, মেশিনের বা দিকে প্রার্থীদের নাম এবং নামের পাশে প্রতীক রাখা আছে। মেশিনের ডানদিকে সাদা কালারের কিছু বাটন এবং নিচের দিকে সবুজ ও লাল কালারের দুটি বাটন থাকবে। ডানদিকের সাদা কালারের বাটনে চাপ দিযে প্রতীক সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে সবুজ বাটনে চেপে ভোট নিশ্চিত করতে হবে।





উদাহরণস্বরুপ, কেউ যদি ১ নাম্বারে রাখা আপেল মার্কায় ভোট দিতে চায় তবে আপেল মার্কার ডানদিকে সাদা বাটনে একবার চাপ দিতে হবে। তারপর নিচের সবুজ বাটনে ১ বার চাপ দিয়ে ভোট সম্পন্ন করতে হবে। উপরের ছবিতে ভোটদানের স্টেপগুলো তুলে ধরা হল। কেউ ভুল প্রতীকে ভোট দিলে লাল বাটনে চাপ দিয়ে ক্যান্সেল করে পুনরায় প্রতীক সিলেক্ট করে ভোট দিতে হবে। ভোট দেয়া সম্পন্ন হলে নিচের মত একটি স্ক্রীন আসবে। তাহলেই আমরা বুজতে পারব ভোট দেয়া হয়েছে।