Iklan

header ads

উপনির্বাচনঃ মোজাম্মেল হক লিটন ভোটারদের উদ্দেশ্য যে বার্তা দিলেন

আসসালামু আলাইকুম / আদাব। মনসুরপুর,  পাট্টাই, ভান্ডারীগাও এর সম্মানিত ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছি।  আমি মো মোজাম্মেল হক লিটন, আসন্ন ২৫শে মে ২০২৩ ইং,  ১৩নং কর্মধা ইউনিয়নের ৬নং ওয়ানডের উপনির্বাচনে "আপেল" মার্কায় মেম্বায় পদপ্রার্থী। 

লিটন, আপেল মার্কা


সম্মানিত ভোটারবৃন্দ, আপনারা আমাকে এখন পর্যন্ত যে সম্মান ও ভালবাসা দেখিয়েছেন সে জন্য মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। 

প্রিয় ভাই, বন্ধু, আপু, চাচা, চাচী, ফুফু, খালাগন, আপনারা সুবিবেচক ও বুদ্ধিমান। আপনাদেরকে আলাদাভাবে আমার বিশেষ কিছু বলার নাই। আপনারা আমার অভিভাবক এবং আপনাদের নিয়ে একসাথে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। 

আমাদের কি ছিল না? আজ আমাদের কি আছে? কেউ কেউ এক ফোটা পানির জন্য হাহাকার করছে, কারও কারও দাম দিয়ে কিনে খেতে না পেয়ে ক্ষুধার জ্বালায় চোখের পানি টলটল করছে। কেউ বলতে পারছে, কেউ পারছে না। ভোট চাইতে গিয়ে কত দোয়ারে কত নিরব কান্না দেখেছি, কত হাহাকার দেখেছি তা বলে শেষ হবে না। কোন মা কে দেখলাম খেতে না পেয়ে শক্তিহীন দৃষ্টিমেলে শুধু তাকিয়ে আছেন, কোন বাবাকে দেখলাম সংসারের হাল সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে বোবাকান্নার মতো দাড়িয়ে আছেন। কৃষক কেন বীজ ধান পায় না? বিধবা, গরীব অসহায় কেন ভাতা পায় না? কেন পানির জন্য মানুষ হাহাকার করবে? কেন মানুষ শিক্ষা পাবে না? 

সবাই বলছেন একই কথা, সরকার দিচ্ছে কিন্তু যে পাওয়ার সে পাচ্ছে না, যে পাওয়ার না সে পাচ্ছে। আর বেশীর ভাগ সরকারী অনুদান আমরা জানতেও পারছি না তার আগেই গায়েব করে দেয়া হচ্ছে।  সবার একই কথা, এই অন্যায় আর অনিয়ম বন্ধ করার জন্য কেউ কি আসবে না? কেউ কি দুর্বলের কথা শুনবে না? আল্লাহ কবে সাহায্যকারী পাঠাবেন? 
মনে রাখবেন, যতদিন আমরা আমাদের ভাগ্য বদলের জন্য সংগ্রাম না করছি ততদিন আল্লাহ আমাদের সাহায্য করবেন না। তিনি তো তাকেই পথ দেখান যে পথের অনুসন্ধান করে। 

সমাজের গুটি কয়েক জালেমের হাতে আমরা বন্ধি। আমরা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারি না।  ভয় পাই, যদি মামলাবাজেরা আমাদের উপর চড়াও হয়। তারা আমাদের সব সময় তাদের রাইয়ত বানিয়ে রাখতে চায়। আমাদের পায়ে শিখল বেধে তাদের খুশিমত আমাদের নাচাতে চায়। 

সমাজের ভালমানুষদের তারা সমাজ থেকে বিচ্ছিন্ন ও একা করে রেখেছে।  কিন্তু আর নয়। এভাবে ধ্বংস দিকে হিংসুকের হাতে সমাজকে তুলে দিতে পারি না। তা না হলে নতুন প্রজন্ম আমাদের মনে রাখবে না।  সামনে একটি সুযোগ এসেছে,  আপেল মার্কায় ভোট দিন। আমাদের পরবর্তী প্রজন্মকে বলার মত একটি ইতিহাস সৃষ্টি করুন। সমাজ থেকে সিন্ডিকেটের কালো শক্তি ভেঙে দিন।

সম্মানিত ভোটারবৃন্ধ, আমি আপনাদের কাছে ওয়াদা করছি। আমাকে নির্বাচিত করলে আর কোন অসহায় নির্যাতিত হবে না। জালেমের হিংস্র থাবার আচড় আপনাদের গায়ে লাগতে দিব না। আপনাদের আর জালেমদের মাঝে আমি হিমালয় পর্বত হয়ে দাড়িয়ে থাকব। আমার শক্তি,  আমার ধন, আমার সম্মানের কসম দিয়ে বলছি, আমার সবকিছু মহান স্রষ্টার সৃষ্টির প্রতি উৎসর্গ করলাম। আপনাদের যেকোন কাজে যেকোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব সব সময়। দিন রাত ২৪ ঘন্টা আমাকে ডাকবেন, আমি সব সময় আপনাদের সেবায় কাজ করে যাব। জাতী ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে অসহায় ও দুর্বলের পাশে থেকে আমৃত্যু কাজ করে যাব। এটাই আমার অঙ্গিকার।

আমাকে "আপেল" মার্কায় ২৫ তারিখ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করলে কখনোই আপনাদের অসম্মানিত হতে দেব না। আপনাদের কখনোই একা ছেড়ে দেব না। একবার আমাকে নির্বাচিত করে দেখুন। আপনাদের সেবায় আমার জান মাল সব সময় হাজির থাকবে। 


জালিমের শিখল ভেঙে দিন, ২৫ তারিখ আপেল মার্কায় ভোট দিন। সকল অন্যায়ের জবাব দিন, আপেল মার্কায় ভোট দিন, মেহনতী গরীব অসহায়দের ভাতা কার্ড পেতে, আপেল মার্কায় ভোট দিন, সুন্দর সমাজ গড়তে, তরুন প্রজন্মকে সৎ কাজে ঐক্যবদ্ধ করতে, আপেল মার্কায় ভোট দিন, তরুনদের হাতকে শক্তিশালী করুন, সমাজকে আলোকিত করুন, এসেছে নতুন দিন, বিজয় হোক আপেল মার্কার।  আমি আপনাদেরই সন্তান, যে স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছেন, তা নিয়ে সমাজকে আলোকিত করতে আসুন ৬নং ওয়াডবাসী ঐক্যবদ্ধ হয়ে আপেল মার্কাকে বিজয়ী করি। 

খোদা হাফেজ। 
মো. মোজাম্মেল হক লিটন 
আপেল মার্কায় মেম্বার পদপ্রার্থী 
৬নং ওয়াড, ১৩ নং কর্মধা ইউনিয়ন।