আগামী ২৫ শে মে ২০২৩ ইং কুলাউড়া উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের ৬নং ওয়াডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মেম্বার জনাব হারুন সাহেবের মৃত্যুর পর এই আসনটি শুন্য হয়ে পড়ায়, নির্বাচন কমিশন নতুন করে উপনির্বাচনের আয়োজন করেন।
নির্বাচন কমিশনের মাধ্যমে জানা যায়, এই নির্বাচনটি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ফলে কুলাউড়া উপজেলার মধ্যে এটিই প্রথম নির্বাচন হতে যাচ্ছে যেখানে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
এদিকে এই প্রদ্ধতিতে ভোট দেয়ার অভিজ্ঞতা না থাকায় ভোটারদের মধ্যে কিছু আলোচনা সমালোচনার জন্ম নিয়েছে। পর্যাপ্ত ট্রেনিং ও জনসচেতনতা ছাড়া এরকম একটি ভোটিং পদ্ধতি ব্যবহার করা, বিশেষ করে গ্রামের নিরক্ষর মানুষেরা এটাকে ভাল চোখে দেখছেন না। তবে ইয়াং জেনারেশনের মধ্যে এই পদ্ধতিতে ভোটিং করাকে বেশ ভাল দিকের কথা ভাবছেন। জাল ভোট বন্ধ করতে এই পদ্ধতিতে ভোট গ্রহণ করাকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন।